চলতি আইএসএল মরসুমের শুরুতে এলসিন জোসে দিয়াজ জুনিয়রকে (Elson José Dias Júnior) দলে নিয়েছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। গত বছর জামশেদপুর এফসিতে অনবদ্য পারফরম্যান্স করার সুবাদে তাঁকে দলে যুক্ত করে দক্ষিণের এই ফুটবল ক্লাব। প্রথম থেকেই এলসিনহোর পারফরম্যান্স যথেষ্ট খুশি করেছিল চেন্নাইয়িন কোচ ওয়েন কোয়েলকে। এই ব্রাজিলিয়ান তারকার উপস্থিতি নিঃসন্দেহে বাড়তি শক্তিশালী করে তুলেছিল দলের রক্ষণভাগকে। কিন্তু তাল কাটে গত হায়দরাবাদ ম্যাচে। প্রায় ষাট মিনিটের মাথায় হেড দিতে গিয়ে গুরুতর চোট পান এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
একেবারে অচৈতন্য অবস্থায় তাঁকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই প্রাথমিক চিকিৎসা চলে এই ফুটবলারের। শেষ পর্যন্ত দল জয়ের সরণিতে ফিরলেও এই তারকার চোট নিয়ে যথেষ্ট চিন্তায় পড়ে যান ব্রিটিশ কোচ ওয়েন কোয়েল। পরবর্তীতে কিছুটা সুস্থ হয়ে উঠেন এলসিনহো। তবে আগামী কয়েকটি ম্যাচে তিনি যে খেলতে পারবেন না তাঁর ইঙ্গিত মিলে গিয়েছিল আগেই। এবার সেই নিয়েই উঠে আসলো নয়া তথ্য। বর্তমানে নিজের চোট সমস্যা কাটাতে ব্রাজিলে ফিরে যাচ্ছেন চেন্নাইয়িন এফসির এই ফুটবলার।
সোমবার বিকেলেই নিজেদের সোশ্যাল সাইটে সেই কথা জানিয়ে দেয় আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। সেখানে এলসিনহোর একটি ছবি ও পোস্ট করা হয় তাঁদের তরফে। যেখানে লাগেজ সহ গলায় গার্ড পড়া অবস্থায় দেখা যায় এই ফুটবলারকে। সেইসাথে ক্যাপশনে লেখা রয়েছে যে দলের তারকা ফুটবলার এলসিনহো খুব শীঘ্রই দলের সঙ্গে মাঠে ফিরে আসতে চান। কিন্তু এখন নিজেকে সম্পূর্ণ সুস্থ করে তোলার জন্য ব্রাজিলে নিজের পরিবারের কাছে ফিরে যাচ্ছেন।
তাহলে কবে ফিরবেন এই তারকা? চেন্নাইয়িন এফসি সূত্রে চলতি ডিসেম্বর পর্যন্ত ব্রাজিলেই থাকবেন এলসিনহো। তারপর আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ভারতে ফিরে আসবেন এই ডিফেন্ডার। তারপর যোগ দেবেন দলের অনুশীলনে। সেখানে তাঁকে ভালো মতো দেখে নিয়ে আইএসএলে খেলানোর সিদ্ধান্ত নিতে পারেন কোচ ওয়েন কোয়েল।