কনকনে ঠান্ডায় কাবু বাংলা, উত্তরবঙ্গকে টেক্কা দক্ষিণের তিন জেলার

কলকাতা: বঙ্গজুড়ে জাঁকিয়ে বসেছে শীত৷ হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে উত্তরের জেলাগুলিতে৷ কাঁপুনি ধরেছে পশ্চিমের জেলাগুলিতেও৷ তবে পিছিয়ে নেই শহর কলকাতাও৷ শীতের কামরে অস্থির মহানগরী৷ কাঁপছে…

minimum temperature to fall

short-samachar

কলকাতা: বঙ্গজুড়ে জাঁকিয়ে বসেছে শীত৷ হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে উত্তরের জেলাগুলিতে৷ কাঁপুনি ধরেছে পশ্চিমের জেলাগুলিতেও৷ তবে পিছিয়ে নেই শহর কলকাতাও৷ শীতের কামরে অস্থির মহানগরী৷ কাঁপছে দক্ষিণের অন্যান্য জেলাগুলিও৷ রবিবার কলকাতায় রাতের তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত এই ভাবেই শীতে কাঁপবে বাংলা৷ তেমনটাই জানাচ্ছে হাওয়া অফিস৷ পাশাপাশি পশ্চিম বর্ধমান, বীরভূম, এবং পুরুলিয়ায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলেও পূর্বভাস দেওয়া হয়েছে। (winter grips bengal)

   

বঙ্গোপসাগরে নিম্নচাপ winter grips bengal

তবে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে৷ যার প্রভাবে ফের ব্যাকফুটে যেতে পারে শীত৷ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার দাপটও বাড়বে৷ এর জেরে উত্তরে তুষারপাতের সম্ভাবনা তৈরি হলেও বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই৷ আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের সর্বত্র সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে৷ 

পাল্লা দিয়ে বাড়বে কুয়াশার দাপট winter grips bengal

শীত বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে কুয়াশার দাপট৷ সবথেকে বেশি কুয়াশা থাকবে  পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে৷ কলকাতা-সহ বাকি জেলার সকালও হালকা কুয়াশায় ঢাকা থাকবে৷ মঙ্গলবার আরও খানিকটা বাড়বে কুয়াশার দাপট৷ শীতের এই আমেজ ভালোই উপভোগ করছেন শীতপ্রেমীরা৷ তবে হাওয়া অফিস জানাচ্ছে, খুব বেশি খুশির খবর তাঁদের জন্য নেই৷ কারণ অনেকটা পারদ পতনের সম্ভাবনা এখন আর নেই৷ শীতের জমাটি ইনিংসের পথে ভিলেন নিম্নচাপ৷ বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে কলকাতায় দীর্ঘ স্থায়ী হতে পারবে না শীত৷  ‘বড়দিন’-এ খুব বেশি ঠান্ডা পড়ার আশ্বাস দিতে পারছেন না আবহবিদেরা। 

পশ্চিমী ঝঞ্ঝা তৈরি

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তটি আগামী ২৪ ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ এই নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ু উপকূলের দিকে থাকলেও, উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে ১৮ তারিখের পর কিছুটা ঠান্ডা করবে। বুধবার থেকে ফের কলকাতা–সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা সামান্য বাড়তে শুরু করবে। বাংলায় এই মুর্হূতে বৃষ্টির সম্ভাবনা নেই।

West Bengal: Winter grips Bengal with Kolkata recording 12.5°C. Alipore Weather Office predicts further drop. Cold wave in North and West districts. No rain expected despite Bay of Bengal low pressure.