UPSC Last Date 2022: আজই শেষ দিন, আবেদন না করলে হাতছাড়া হবে চাকরি

ইউপিএসসি জন্য আবেদন করার শেষ তারিখ আজ (UPSC Last Date 2022)। ২২ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে। সন্ধ্যা ৬টা পর্যন্ত সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার জন্য আবেদন করতে…

UPSC Last Date 2022: আজই শেষ দিন, আবেদন না করলে হাতছাড়া হবে চাকরি

ইউপিএসসি জন্য আবেদন করার শেষ তারিখ আজ (UPSC Last Date 2022)। ২২ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে। সন্ধ্যা ৬টা পর্যন্ত সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন আগ্রহীরা। আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in বা upsconline.nic.in। 

Advertisements

উল্লেখিত ওয়েবসাইটে গিয়ে প্রথমে প্রবেশ করতে হবে হোম পেজ বা প্রথম পাতায়। সেখানে যাওয়ার পর ‘সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সাম রেজিস্ট্রেশন’ বা ‘আইএফএস প্রিলিমিনারি এক্সাম রেজিস্ট্রেশনস’ লিঙ্কে ক্লিক করতে হবে আবেদনকারীদের। ক্লিক করার পর কিছু নির্দেশ দেওয়া হবে। সেগুলো পড়ে নিয়ে ক্লিক করতে পারেন Accept বাটনে।

   

আবেদন পত্র চলে আসবে স্ক্রিনে। সেটা পূরণ করতে হবে। সঙ্গে রাখতে হবে আবেদনকারীর প্রয়োজনীয় নথি, তথ্য। গুরুত্বপূর্ণ নথিগুলো আপলোড করতে হবে সেখানে। ফর্ম ফিল আপ করার পর রেজিস্ট্রেশন ফি প্রদান জমা দিতে হবে। এরপর সাবমিট। UPSC Prelims 2022 ফর্ম এর একটি কপি নিজের কাছে ডাউনলোড বা প্রিন্ট করে রাখতে পারেন। পরীক্ষার আগে প্রার্থীকে দেওয়া হবে অ্যাডমিট কার্ড। 

Advertisements

ইউপিএসসি প্রিলিমস ২০২২ পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২২ সালের ৫ জুন। সিএসই প্রিলিমসের পাশাপাশি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস বা আইএফএস প্রিলিমস অ্যাপ্লিকেশন ফর্মটিও পাওয়া যাচ্ছে।