খড়গপুর লাইনে একাধিক ট্রেন বাতিল করল রেল, ভোগান্তি এড়াতে দেখুন তালিকা

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, যাত্রীদের হয়রানি এড়াতে খবর আগেভাগে জানিয়ে দেয় রেল (Indian Railway)। তেমনই রেলের পক্ষ থেকে এবার নতুন ঘোষণা…

Indian Railways

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, যাত্রীদের হয়রানি এড়াতে খবর আগেভাগে জানিয়ে দেয় রেল (Indian Railway)। তেমনই রেলের পক্ষ থেকে এবার নতুন ঘোষণা এল। বেশ কিছু ট্রেনের বাতিল থাকার পাশাপাশি সময় পরিবর্তনার কথা জানানো হয়েছে। চলুন তালিকায় কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক।

রেলের (Indian Railway) নতুন ঘোষণা 

দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে আগামী ১৭-১৯ ডিসেম্বর একাধিক ট্রেন বাতিল ও সময়সূচি বদলের কথা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে। বাতিলের তালিকায় রয়েছে তিনটি ট্রেন। ০৮০১৭/০৮০১৮ খড়গপুর-বালেশ্বর-খড়গপুর মেমু স্পেশাল ১৭ ও ১৯ ডিসেম্বর বাতিল থাকছে। আবার ১৮ তারিখ ১৮০০৭ শালিমার-ভাঁজপুর সিমলিপাল এক্সপ্রেস চলাচল করবে না। এছাড়া ১৯ ডিসেম্বর ১৮০০৮ ভাঁজপুর-শালিমার সিমলিপাল এক্সপ্রেস যাত্রা করবে না বলে জানানো হয়।

   

সময় পরিবর্তনের মধ্যে রয়েছে ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস। ট্রেনটি আগামী ১৭ ডিসেম্বর সকাল ৮টা ২০ মিনিটের পরিবর্তে সকাল ১০টা ১৫ মিনিটে হাওড়া থেকে ছেড়ে যাবে। আবার ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস আগামী ১৯ ডিসেম্বর সকাল ৮টা ২০ মিনিটের বদলে সকাল ১১টা ৩০ মিনিটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে।

প্রসঙ্গত, উপরিউক্ত ট্রেনগুলি ছাড়াও যান্ত্রিক ত্রুটির কারণে আরও বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিলের ঘোষণা করেছে রেল (Indian Railway)। তালিকায় রয়েছে ০৩২৫৩ পাটনা-সেকেন্দ্রাবাদ স্পেশাল। ট্রেনটি আগামী ১৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে। আবার ০৭২৫৫য়০৭২৫৬ সেকেন্দ্রাবাদ/হায়দরাবাদ-পাটনা স্পেশাল ১৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত চালানো হবে না।

এছাড়া তালিকায় নাম রয়েছে ০৩২৩০ পাটনা-পুরী স্পেশাল ট্রেনের। এটি বৃহস্পতিবার অর্থাৎ ১২ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলাচল করবে না। আবার ০৩২২৯ পুরী-পাটনা স্পেশাল আগামী ১৩ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত বাতিল থাকছে। প্রসঙ্গত, এতগুলি ট্রেন বাতিল করার কারণে রেলের (Indian Railway) পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে।