Mohun Bagan SG: কেরালা ব্লাস্টার্সকে পরাজিত করে কী বললেন বাগান অধিনায়ক?

মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগ যত এগোচ্ছে প্রতিপক্ষ দল গুলির কাছে ত্রাস হয়ে উঠছে এই নাম। আইএসলের বহু হাইপ্রোফাইল কোচের…

Mohun Bagan Captain Subhasish Bose Speaks Out on Team’s Momentum After Three Consecutive Wins

মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগ যত এগোচ্ছে প্রতিপক্ষ দল গুলির কাছে ত্রাস হয়ে উঠছে এই নাম। আইএসলের বহু হাইপ্রোফাইল কোচের কথা অনুযায়ী এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের সবচেয়ে শক্তিশালী ফুটবল ক্লাব মোহনবাগান। প্রথম ডিভিশন লিগে অংশগ্রহণ করার পর থেকেই কলকাতা ময়দানের এই প্রধানের দাপটের সাক্ষী থেকে আসছে গোটা দেশের ফুটবলপ্রেমীরা। আইএসএল ট্রফি হোক কিংবা লিগ শিল্ড। প্রতিটি ক্ষেত্রেই আধিপত্য রয়েছে সবুজ-মেরুনের। গতবছর লিগ শিল্ড জয় করার পর এবারও দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান।

হিসাব অনুযায়ী দেখলে টুর্নামেন্টের টানা আটটি ম্যাচ অপরাজিত থাকল জেসন‌ কামিংসরা। গত শনিবার সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলেও ক্রমশ চাপ বাড়াতে থাকে কেরালা ব্লাস্টার্স। সমতায় ফিরে একবার এগিয়েও গিয়েছিল মিকেল স্ট্যাহরের ছেলেরা। কিন্তু প্রতিপক্ষ যে মোহনবাগান। শেষ বাঁশি না বাজা পর্যন্ত তাঁদের বিপক্ষে জয় আসবে কিনা সেটা বলা কঠিন। ঠিক তাই হল এই ম্যাচে। এগিয়ে থেকেও ম্যাচ হারতে হল দক্ষিণের দলকে। যারফলে দশম স্থানেই থেকে গেল কেরালা ব্লাস্টার্স। অন্যদিকে শীর্ষস্থান মজবুত করল ময়দানের এই প্রধান।

   

দলের এমন পারফরম্যান্স নিয়ে যথেষ্ট খুশি বাগান অধিনায়ক শুভাশিস বসু। ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” আমাদের কাছে এই তিন পয়েন্ট যথেষ্ট কাজে দেবে। টপ অফ দ্যা টেবিলে আমরা আরও এগিয়ে গেলাম। যেটা আমাদের দলের জন্য ভালো। এরপর দুটো অ্যাওয়ে ম্যাচ খেলতে যাব। কিন্তু তার আগে এই বছর নিজেদের ঘরের মাঠে যে শেষ ম্যাচ ছিল সেটা জেতার লক্ষ্য ছিল। সেটা সফল হয়েছে। এক্ষেত্রে সমর্থকরা যথেষ্ট সহযোগিতা করেছে‌। আমাদের পাশে থেকেছে। তাঁদের জন্যই জেতাটা দরকার ছিল।”

পাশাপাশি রিজার্ভ বেঞ্চ নিয়ে তিনি বলেন, ” আমাদের বেঞ্চে যারা রয়েছে সকলেই যথেষ্ট ভালো খেলোয়াড়। দলের পঁচিশ জন খেলোয়াড় সব সময় প্রস্তুত থাকে নিজেদের সেরাটা দেওয়ার জন্য। কামিন্স প্রত্যেক ম্যাচেই মাঠে এসে গোল করছে। নিজের জাত চেনাচ্ছে। সেটা দলের জন্য ভালো। আমরা এভাবেই এগিয়ে যেতে চাই।”

Mohun Bagan SG extends their unbeaten run to 8 matches with a thrilling win over Kerala Blasters. Captain Subhasish Bose credits team effort, strong bench strength, and fan support for the victory as they solidify their top position in ISL 2024.