Mohun Bagan SG: কেরালা ম্যাচ জিতে বিরাট চমক সঞ্জীব গোয়েঙ্কার, কী বললেন তিনি?

বর্তমানে টানা আটটি ম্যাচে অপরাজিত রয়েছে মোহনবাগান (Mohun Bagan SG) সুপার জায়ান্ট। অন্যান্য বেশ কয়েকটি দলের পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগে কলকাতার বাকি দুই…

Sanjiv Goenka

short-samachar

বর্তমানে টানা আটটি ম্যাচে অপরাজিত রয়েছে মোহনবাগান (Mohun Bagan SG) সুপার জায়ান্ট। অন্যান্য বেশ কয়েকটি দলের পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগে কলকাতার বাকি দুই প্রধানকে পরাজিত করেছে জোসে মলিনার ছেলেরা। মাঝে শক্তিশালী ওডিশা এফসির বিপক্ষে অমীমাংসিত ফলাফলে মাঠ ছাড়তে হলেও পরের ম্যাচ থেকেই ফের জয়ে ফিরেছিল সবুজ-মেরুন। শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে বজায় থাকল সেই ধারা। রুদ্ধশ্বাস ম্যাচে মিকেল স্ট্যাহরের কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে দিল আলবার্তো রদ্রিগেজরা।

   

এদিন জেমি ম্যাকলারেনের গোলে প্রথমার্ধে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই প্রবল চাপ বাড়াতে থাকে দক্ষিণের এই ফুটবল ক্লাব। তারপর নাচের চতুর্থ কোয়ার্টারে দলকে সমতায় ফেরান জেসুস জেমিনেজ। তারপর ঘন ঘন আক্রমণে উঠে আসার চেষ্টা করতে থাকে কেরালা। মাইলোস ড্রিনচিচের গোলে দক্ষিণের এই ফুটবল ক্লাব এগিয়ে গেলেও শেষ পর্যন্ত তা বজায় রাখতে সক্ষম হয়নি। মোহনবাগানের ঘরের মাঠ বলে কথা। জয় পাওয়া যে খুব একটা সহজ হবে না সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। পিছিয়ে থাকা মোহনবাগান যে কতটা ভয়ঙ্কর হতে পারে আজ তাঁর সাক্ষী থাকল গোটা যুবভারতী।

জেসন কামিংস এবং আলবার্তো রদ্রিগেজের গোলে জয় ছিনিয়ে নিল সবুজ-মেরুন। এই জয়ের পরেই সমর্থকদের বিরাট বড় চমক দিলেন মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। দলের এই অভূতপূর্ব পারফরম্যান্সের খুশিতে এবার বিশেষ ঘোষণা করলেন তিনি। সেই অনুযায়ী পরবর্তী হোম ম্যাচে বিনা টিকিটেই মাঠে খেলা দেখতে পারবেন মোহনবাগান সমর্থকরা। হ্যাঁ ঠিকই শুনেছেন। যারফলে আগামী ২রা জানুয়ারি যুবভারতীর বুকে বিনা টিকিটেই মাঠে আসতে পারবে আপামর বাগান জনতা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ” গোলটা খুব সুন্দর হয়েছে। এটা একটা ভালো সাইট। আমরা এক্ষুনি অ্যানাউন্স করে দিচ্ছি কি নেক্সট হোম গেম উইল বি ফ্রি ফর অল দ্যা ফ্যানস।” তাঁর এমন মন্তব্যে যথেষ্ট খুশি সকলে। পাশাপাশি দলের পারফরম্যান্স নিয়ে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হলে তিনি বলেন, “খেলা খুব ভালো হয়েছে। আলবার্তো ও যথেষ্ট ভালো খেলেছে। নেক্সট ম্যাচের দিকে আমাদের নজর থাকবে।”

Mohun Bagan SG secures a stunning win over Kerala Blasters, extending their unbeaten streak to 8 matches. Delighted by the team’s performance, owner Sanjiv Goenka announces free entry for fans in their next home match on January 2 at Salt Lake Stadium.