লড়াই কাকে বলে ফের দেখিয়ে দিল মোহনবাগান (Mohun Bagan SG) সুপার জায়ান্ট। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার সন্ধ্যায় আইএসএলের একাদশ তম ম্যাচ খেলতে নেমেছিল কলকাতা ময়দানের এই প্রধান। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল মিকেল স্ট্যাহরের কেরালা ব্লাস্টার্স। সম্পূর্ণ সময়ের শেষে ৩-২ গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করে ফেলে সবুজ-মেরুন ব্রিগেড। এদিন বাগানের জার্সিতে গোল করেন যথাক্রমে জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স এবং আলবার্তো রদ্রিগেজ। অপরদিকে কেরালা ব্লাস্টার্সের হয়ে গোল পান জেসুস জেমিনেজ স্যাঞ্চেজ এবং মাইলোস ড্রিনচিচ।
লড়াই করো হার না মানা, এটাই আমাদের সংকল্প! এগিয়ে চলবো একসঙ্গে 💚♥️
Watch #MBSGKBFC LIVE only on @JioCinema, @Sports18-3, #StarSports3 #MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/j51qUHkcMo
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) December 14, 2024
আজকের এই ম্যাচে জয় পাওয়ার ফলে ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখল মোহনবাগান। বলাবাহুল্য, এদিন অ্যাওয়ে ম্যাচ থাকলেও প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছিল আদ্রিয়ান লুনাদের। গোলের সুযোগ তৈরি করা হলেও সেটা কাজে লাগাতে যথেষ্ট কাল ঘাম ছুটে ছিল মিকেল স্ট্যাহরের ছেলেদের। মাঝে একবার পেনাল্টির ও আবেদন উঠে এসেছিল কেরালা দলের ফুটবলারদের তরফে। কিন্তু সেই আবেদন সহজেই খারিজ করে দেন ম্যাচ রেফারি।
পরবর্তীতে জেমি ম্যাকলারেনের করা গোলে এগিয়ে যায় মোহনবাগান। প্রথমার্ধের শেষে সেই গোলেই এগিয়েছিল বাগান ব্রিগেড। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের তেজ বাড়ায় কেরালা দল। তারপর অনায়াসেই দলকে সমতায় ফেরান জেসুস জেমিনেজ সাঞ্চেজ। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে ছিল দলের ফুটবলারদের। তারপর ৭৭ মিনিটের মাথায় ফের গোল। এবার এগিয়ে যায় কেরালা। কিন্তু নাটক তখনও শেষ হয়নি। নয় মিনিটের মাথায় দলকে সমতায় ফেরান অজি তারকা জেসন কামিন্স।
তারপর আর ঘুরে তাকাতে হয়নি মেরিনার্সদের। সময় যত গড়িয়েছে আক্রমণে তেজ বাড়িয়েছে মোহনবাগান। অতিরিক্ত সময় গোল করে দলকে জয় এনে দেন আলবার্তো রদ্রিগেজ।