বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগে দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। স্প্যানিশ কোচ জোসে মোলিনার তত্ত্বাবধানে টুর্নামেন্টের শুরুটা খুব একটা ভালো না হলেও সময় এগোনোর সাথে সাথেই ছন্দে ফিরে আসে কলকাতা ময়দানের এই প্রধান। তাঁরা অপরাজিত রয়েছে টানা সাতটি ম্যাচ। যার মধ্যে মাত্র একটিতে তাঁরা ড্র করেছে ওডিশা এফসির সাথে। তারপর ফের জয়ের সরণিতে। শনিবার নিজেদের ঘরের মাঠে সেই ধারা বজায় রাখাই অন্যতম লক্ষ্য শুভাশিস বসুদের। সেইমতো তাঁরা খেলতে নেমেছে শক্তিশালী কেরালা ব্লাস্টার্সের সঙ্গে।
গত কয়েকদিন ধরে এই ম্যাচকে কেন্দ্র করেই প্রবল উন্মাদনা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। নিমেষেই শেষ হয়ে গিয়েছিল এই ম্যাচের টিকিট। এই ম্যাচের শুরুতেই যুবভারতীর গ্যালারি থেকে টিফো নামিয়ে অভিনব প্রতিবাদ করতে দেখা গেল মোহনবাগান সমর্থকদের। স্বামী বিবেকানন্দের পাশাপাশি মাদার টেরিজা এবং এপিজে আব্দুল কালামের ছবি আঁকা রয়েছে সেই টিফোর মধ্যভাগে। তাঁদের চারপাশে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা হাতে দেখানো হয়েছে দেশের জনগনকে।
তবে সেখানেই শেষ নয়। টিফোর নিচে লেখা রয়েছে “হেই নেইবার্স। আওয়ার ফ্ল্যাগ ইউনাইটস, নট ডিভাইডস।” অর্থাৎ কোনও বিভেদ নয়। ঐক্যবদ্ধ থাকাই আমাদের শক্তি। মেরিনার্স ডি এক্সট্রিমের এমন টিফো পরিকল্পনা রীতিমতো প্রশংসিত হতে শুরু করেছে নেটমাধ্যমে। প্রতিবেশী দেশের হিংসাত্মক মনোভাবের যোগ্য জবাব হিসেবে এই টিফোকেই মনে করছেন অনেকে। বলাবাহুল্য, গত বেশ কয়েক মাস ধরেই বিবিধ কারণে উত্তপ্ত হয়েছে ওপার বাংলা তথা বাংলাদেশ। বিশেষ করে সেখানকার রাজনৈতিক পরিস্থিতির বদল ঘটার পর থেকেই ক্রমশ বেড়েছে সেই পরিস্থিতি।
ভারতের দিকে অভিযোগের আঙুল তুলতে শুরু করে প্রতিবেশী দেশের নাগরিকরা। তবে সেখানেই শেষ নয় বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় পতাকার অবমাননা ও করতে দেখা যায় বাংলাদেশের বহু নাগরিককে। তাঁর প্রতিবাদেই এবার সরব হল কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপার জায়ান্ট। পূর্বে ওডিশা ম্যাচে এই ইস্যু নিয়েই প্রতিবাদ করতে দেখা গিয়েছিল পড়শী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলকে। এবার সেই পথেই হাঁটল সবুজ-মেরুন।