দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, যাত্রীদের হয়রানি এড়াতে খবর আগেভাগে জানিয়ে দেয় রেল (Indian Railway)। তেমনই রেলের পক্ষ থেকে এবার নতুন ঘোষণা এল। বেশ কিছু ট্রেনের বাতিল থাকার কথা জানানো হয়েছে। চলুন তালিকায় কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক।
রেলের উন্নয়নমূলক কাজের কারণে রাঁচি ডিভিশনের (Ranchi Division) বিভিন্ন ট্রেন বাতিল করা হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে এই বাতিলকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীসেবা উন্নত করার লক্ষ্যে এই পদক্ষেপ। তবে আপাতত যাত্রীদের অসুবিধার জন্য রেলের (Indian Railway) তরফ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনগুলির তালিকা ও তারিখসমূহ নিচে দেওয়া হল।
সহজে হোয়াটসঅ্যাপ পোল তৈরীর উপায়গুলো কী জানেন?
রেলের (Indian Railway) উন্নয়নে বাতিল হাতিয়া-ঝাড়সুগুড়া-মেমু
১৮১৭৫/১৮১৭৬ হাতিয়া-ঝাড়সুগুড়া-হাতিয়া মেমু ট্রেন আগামী ১৫ ডিসেম্বর, ২০২৪ থেকে ৩১ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত মোট ২৬ দিনের জন্য বাতিল থাকবে। নির্দিষ্ট তারিখগুলি দেখুন:
১৫, ১৬, ১৮, ২০, ২২, ২৩, ২৫, ২৭, ২৯, ৩০ ডিসেম্বর, ২০২৪ এবং ১, ৩, ৫, ৬, ৮, ১০, ১২, ১৩, ১৫, ১৭, ১৯, ২০, ২২, ২৪, ২৬, ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি, ২০২৫।
হাতিয়া-রাউরকেলা প্যাসেঞ্জার ট্রেন বাতিল
০৮১৪৯/০৮১৫০ হাতিয়া-রাউরকেলা-হাতিয়া প্যাসেঞ্জার ট্রেন ২৬ এবং ২৭ জানুয়ারি, ২০২৫ তারিখে বাতিল করা হয়েছে। রেল (Indian Railway) কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, উন্নয়নমূলক কাজ শেষ করার জন্য এই বাতিলকরণ জরুরি। যাত্রীদের এই সময়ের মধ্যে বিকল্প যাত্রার পরিকল্পনা করতে অনুরোধ করা হয়েছে। যাত্রীদের যে কোনো অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ।
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়েছেন ভারতীয় সেনারা, রুশ থেকে ফেরাতে তৎপর দিল্লি
এই সময় রাঁচি ডিভিশনের যাত্রীরা যাত্রার আগে রেলের অফিসিয়াল ওয়েবসাইট বা সংশ্লিষ্ট স্টেশন থেকে ট্রেনের স্ট্যাটাস যাচাই করে নেবেন। রেল কর্তৃপক্ষ আশা করছে, এই উন্নয়নমূলক কাজের ফলে ভবিষ্যতে যাত্রী পরিষেবা আরও মসৃণ এবং নির্ভরযোগ্য হবে।