জয়ের খরা কাটিয়ে গত বুধবার ছন্দে ফিরেছে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। জয় দিয়ে এবারের ইন্ডিয়ান সুপার লিগ (ISL) শুরু করলেও ম্যাচ এগোনোর সাথে সাথেই ছন্দ পতন হতে শুরু করেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাবের। যা নিঃসন্দেহে হতাশ করতে শুরু করেছিল সমর্থকদের। সেই ধাক্কা কাটাতেই বুধবার নিজেদের ঘরের মাঠে টুর্নামেন্টের বারো নম্বর ম্যাচ খেলতে নেমেছিল ওয়েন কোয়েলের (Owen Coyle) ছেলেরা। যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল থাংবোই সিংটোর হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। সম্পূর্ণ সময়ের শেষে একটি মাত্র গোলের ব্যবধানে তাঁদের বিপক্ষে জয় ছিনিয়ে নেয় চেন্নাইয়িন।
ওডিশা ম্যাচের আগে কোচ অস্কারকে নিয়ে ‘বিস্ফোরক’ মাহেশ
এই জয়ের ফলে ১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আইএসএল পয়েন্ট টেবিলের ৭ নম্বরে উঠে আসে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। প্রথম থেকেই যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছিল এই ফুটবল ক্লাব। ম্যাচের ৫ মিনিটের মাথায় কনর শিল্ডসের পাস থেকে প্রতিপক্ষের রক্ষণভাগে ঢুকে গোল করে যান ইরফান। হায়দরাবাদ এফসির গোলরক্ষক এগিয়ে এসে বল আটকানোর চেষ্টা করলেও কাজের কাজ কিছুই হয়নি। তাঁর দৌলতেই এগিয়ে যায় দক্ষিণের এই ফুটবল দল। কিন্তু এটাই প্রথম নয়। ম্যাচের প্রথম মিনিট থেকেই ঘনঘন আক্রমণে উঠতে শুরু করেছিল চিমা চুকুরা।
গাব্বায় ২২ গজে জুটি বাঁধবেন বুমরাহ-শামি!
বিশেষ করে দুই মিনিটের মাথায় হেড থেকে গোলের সুযোগ পেয়েছিলেন তারকা বিদেশি জর্ডন উইলমার গিল। কিন্তু সেটা পোস্টে রাখা সম্ভব হয়নি তাঁর পক্ষে। নাহলে অনায়াসেই ব্যবধান বাড়িয়ে নিতে পারত এই আইএসএল জয়ীরা। শেষ পর্যন্ত সেই একটি গোলের ব্যবধানে জয় আসলেও আগত মুম্বাই ম্যাচের আগে যথেষ্ট চাপে থাকবে চেন্নাইয়িন এফসি। যার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে খেলোয়াড়দের চোট সমস্যা। বলাবাহুল্য, গত হায়দরাবাদ ম্যাচেই খেলতে গিয়ে গুরুতর জখম হন এলসিনহো জোসে দিয়াজ জুনিয়র। যারফলে তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
রবিবার সকালে বন্ধ থাকছে রেড রড,পার্ক স্ট্রিট থাকা আর কোন গুরুত্বপূর্ণ রাস্তা? দেখুন
বর্তমানে সেখানেই চিকিৎসাধীন এই তারকা। আগামী মুম্বাই ম্যাচে তিনি যে মাঠে থাকবেন না সেটা বলাই চলে। এছাড়াও ম্যাচের শেষ মুহুর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল দলের আরেক বিদেশি ফুটবলার কন্নর শিল্ডকে। এক্ষেত্রে রেফারির সিদ্ধান্ত রীতিমতো চমকে দিয়েছে সকলকে। তবে সেখানেই শেষ নয়। এছাড়াও এই তালিকায় রয়েছে রায়ান এডওয়ার্ডের নাম। বর্তমানে এই ব্রিটিশ ডিফেন্ডার মাঠের বাইরে থাকলেও ম্যাচ ফিট হয়ে উঠলে সহজেই তাঁকে খেলতে দেখা যেতে পারে মুম্বাই ম্যাচে। যদিও সেই নিয়ে থেকে গিয়েছে ধোঁয়াশা।