দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, যাত্রীদের হয়রানি এড়াতে খবর আগেভাগে জানিয়ে দেয় রেল (Indian Railway)। তেমনই রেলের পক্ষ থেকে এবার নতুন ঘোষণা এল। বেশ কিছু ট্রেনের বাতিল থাকার কথা জানানো হয়েছে। চলুন তালিকায় কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক।
যান্ত্রিক ত্রুটির কারণে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের ঘোষণা করল রেল (Indian Railway)। বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে দক্ষিণ পূর্ব রেল একগুচ্ছে ট্রেন বাতিল থাকার কথা জানিয়েছে। তালিকায় রয়েছে ০৩২৫৩ পাটনা-সেকেন্দ্রাবাদ স্পেশাল। ট্রেনটি আগামী ১৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে। আবার ০৭২৫৫য়০৭২৫৬ সেকেন্দ্রাবাদ/হায়দরাবাদ-পাটনা স্পেশাল ১৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত চালানো হবে না।
‘লক্ষ্মীর ভাণ্ডার’ মডেল কেজরিওয়ালের, মহিলাদের জন্য মাসিক আয়, কী প্রতিশ্রুতি দিলেন?
এছাড়া তালিকায় নাম রয়েছে ০৩২৩০ পাটনা-পুরী স্পেশাল ট্রেনের। এটি বৃহস্পতিবার অর্থাৎ ১২ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলাচল করবে না। আবার ০৩২২৯ পুরী-পাটনা স্পেশাল আগামী ১৩ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত বাতিল থাকছে। প্রসঙ্গত, এতগুলি ট্রেন বাতিল করার কারণে রেলের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে।
#ser #IndianRailways pic.twitter.com/jvp8sAofbT
— South Eastern Railway (@serailwaykol) December 11, 2024
অন্যদিকে, উন্নয়নের কাজের জন্য ১৮০৩০ শালিমার-এলটিটি মুম্বাই এক্সপ্রেস ১১ ডিসেম্বর থেকে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আজনি স্পেশনে থামার কথা জানিয়েছে রেল (Indian Railway)। জানিয়ে রাখি, উক্ত স্টেশনটি মধ্য রেলের এক্তিয়ারের পড়ছে।