বিয়ের ৬ মাসের মধ্যেই কি গর্ভবতী সোনাক্ষী সিনহা? জানালেন নিজেই

অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) ও জাহির ইকবালের (Zahir Iqbal) বিবাহিত জীবন (Marriage Life) এখন বেশ সুখী ও আনন্দমুখর। ২০২৪ সালের ২৩ জুন পরিবার এবং…

Sonakshi-Sinha-

অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) ও জাহির ইকবালের (Zahir Iqbal) বিবাহিত জীবন (Marriage Life) এখন বেশ সুখী ও আনন্দমুখর। ২০২৪ সালের ২৩ জুন পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। সম্প্রতি সোনাক্ষী তার স্বামী জাহিরের জন্মদিন পালন করেন পরিবারের সঙ্গে।

জাহিরের (Zahir Iqbal) জন্মদিন ১০ ডিসেম্বর, সোনাক্ষী পরিবার সঙ্গে উদযাপন করে। জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাক্ষী বাবা শত্রুঘ্ন সিনহা, মা পুনম সিনহা ও রেখা সহ পরিবারের অন্যান্য সদস্যরা । সোনাক্ষী (Sonakshi Sinha) ও তার বাবা শত্রুঘ্ন সিনহাকে নিজের হাতে কেক খাইয়ে দেন জাহিরকে, যা সবাইকে মুগ্ধ করেছে। পুরো পরিবার একসঙ্গে আনন্দ ভাগ করে নেয়, আর জহিরের প্র্যাঙ্ক ভিডিওগুলোও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। 

   
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sonakshi Sinha (@aslisona)

বিয়ের পরেও সোনাক্ষী (Sonakshi Sinha) ও জহির (Zahir Iqbal) বেশ কিছু দারুণ মুহূর্ত কাটিয়েছেন একসঙ্গে। সোনাক্ষী জানান, তার ভ্রমণ এবং লাঞ্চ-ডিনার নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছেন যে অন্য কোনো কিছুতে মনোযোগ দিতে পারেন না। এছাড়া, তারা একসঙ্গে চারটি হানিমুনে গিয়েছেন, যেখানে তাদের সম্পর্কের আরও গভীরতা এবং আনন্দ পেয়েছে। তবে কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল সোনাক্ষী মা হতে চলেছে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Sonakshi Sinha (@aslisona)

তবে সম্প্রতি সোনাক্ষী (Sonakshi Sinha) গর্ভবতী হওয়ার গুঞ্জন (Pregnancy Rumors) নিয়ে মুখ খুলেছেন। এক সাক্ষাৎকারে হাস্যরসাত্মক ভঙ্গিতে তিনি বলেন, “আমি গর্ভবতী নই, আমি শুধু একটু মোটা হয়ে গেছি!” সোনাক্ষী তার স্বাভাবিক জীবন এবং তার স্বামী জহিরের সঙ্গে সুখী সময় কাটানোর বিষয়টি গুরুত্ব দিয়ে বলেছেন। তিনি জানান, জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকেই বেশি গুরুত্ব দেন এবং এসবই তার জন্য সুখের ব্যাপার।