দক্ষিণী এই সুপারস্টারের জুটি বাঁধবেন পূজা,কবে শুরু হবে ছবির শুটিং?

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে (Pooja Hegde) ২০২৫ সালে ভক্তদের জন্য একগুচ্ছ ছবি নিয়ে হাজির হতে চলেছে। এর মাঝে বড় খবর দক্ষিণী সুপারস্টার দুলকার…

Pooja-Hegde

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে (Pooja Hegde) ২০২৫ সালে ভক্তদের জন্য একগুচ্ছ ছবি নিয়ে হাজির হতে চলেছে। এর মাঝে বড় খবর দক্ষিণী সুপারস্টার দুলকার সালমানের (Dulquer Salmaan) সঙ্গে জুটি বাঁধতে চলেছেন পূজা । সম্প্রতি মিড-ডে-এর এক রিপোর্টে জানানো হয়েছে পূজা হেগড়েকে (Pooja Hegde) তেলেগু রোমান্টিক ড্রামা ছবিতে দেখা যাবে। ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন দুলকার সালমান (Dulquer Salmaan) । ছবিটির নাম এখনও ঘোষণা করা হয়নি। তবে খবর সামনে আসতেই দর্শকদের মধ্যে উন্মদনা একেবারে তুঙ্গে। 

   

দুলকার সালমান (Dulquer Salmaan) এবং পূজা হেগড়ে (Pooja Hegde) , দক্ষিণী সিনেমার দুই বড় নাম, কখনও একসঙ্গে স্ক্রিন শেয়ার করেননি। তবে এই প্রকল্পের মাধ্যমে তাদের প্রথমবারের মতো একসঙ্গে কাজ করার সুযোগ হবে। জানা গিয়েছে ২০২৫ সালের শেষের দিকে এই ছবির কাজ শুরু হতে পারে, যা নিয়ে ইতিমধ্যেই ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

দুলকার সালমানের (Dulquer Salmaan) ১২ বছরের দীর্ঘ ক্যারিয়ারে বেশ কিছু রোমান্টিক ড্রামা সিনেমায় অভিনয় করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য ও ‘কধল কানমানি’ (২০১৫) থেকে শুরু করে ‘সীতা রাম’ (২০২২) পর্যন্ত। এর পাশাপাশি, তিনি বেশ কিছু থ্রিলার সিনেমাতেও অভিনয় করেছেন যেমন ‘চুপ: রিভেঞ্জ অফ দ্য আর্টিস্’ (২০২২), ‘কিং অফ কোথা’ (২০২৩) এবং লাকি ভাস্কর। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pooja Hegde (@hegdepooja)

কাজের দিক থেকে পূজা হেগড়ে (Pooja Hegde) চলতি বছরে শহিদ কাপুরের সঙ্গে একশন থ্রিলার ছবিতে দেখা যাবে। এছাড়া তার হাতে রয়েছে ‘থালাপ্যাথি 69’ এবং ‘সূর্য 44’ এর মতো বড় প্রোজেক্ট। যেখানে তিনি দক্ষিণী সুপারস্টার বিজয় এবং সূর্যের সঙ্গে অভিনয় করবেন। পূজা বর্তমানে বেশ কিছু বড় হিন্দি ও তামিল প্রজেক্টেও ব্যস্ত আছেন।

এছাড়াও, পূজা হেগড়ে (Pooja Hegde) অভিনীত ‘হ্যা জাওয়ানি তো ইশক হোনা হ্যায’ ছবিতে দেখা যাবে। এই ছবিতে পূজার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন বরুণ ধাওয়ান। ২০২৫ সালে মুক্তি পাবে এই ছবি। এই রোমান্টিক কমেডি ছবির মাধ্যমে তিনি নতুন কিছু উপস্থাপন করতে চলেছেন।