আলবার্তোদের দিকে বাড়তি নজর বাগান কোচের, চলল কেরালা বধের প্রস্তুতি

গতবারের মতো এবারও আইএসএলের চ্যাম্পিয়নশিপের দৌড়ে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। শুরুটা খুব একটা ভালো না থাকলেও সময় যত এগিয়েছে ততই ছন্দে ফিরেছে কলকাতা ময়দানের এই…

Jose Molina Praises Mohun Bagan SG Footballer Dimitri Petratos

short-samachar

গতবারের মতো এবারও আইএসএলের চ্যাম্পিয়নশিপের দৌড়ে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। শুরুটা খুব একটা ভালো না থাকলেও সময় যত এগিয়েছে ততই ছন্দে ফিরেছে কলকাতা ময়দানের এই প্রধান। মাঝে কয়েকবার ধাক্কা খেতে হলেও গত মহামেডান ম্যাচ থেকেই অপরাজিত রয়েছে সবুজ-মেরুন। হিসাব অনুযায়ী দেখলে গত ওডিশা ম্যাচ ড্র করার পর শেষ তিনটি ম্যাচে টানা জয় পেয়েছে মেরিনার্সরা। অনায়াসেই তাঁরা পরাজিত করেছে জামশেদপুর এফসি থেকে শুরু করে চেন্নাইয়িন এফসি সহ নর্থইস্ট ইউনাইটেডের মতো দলকে।

   

যারফলে ১০ ম্যাচ খেলে ২৩ পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে মোহনবাগান। এখন সেই ধারা বজায় রাখাই অন্যতম লক্ষ্য সকলের। আগামী ১৪ই ডিসেম্বর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে পরবর্তী ম্যাচ খেলতে নামবে গতবারের লিগ শিল্ড জয়ীরা। সেক্ষেত্রে তাঁদের লড়াই করতে হবে মিকেল স্ট্যাহরের কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। বর্তমানে ১১ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে রয়েছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। অ্যাওয়ে ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করে উপরে উঠে আসার লক্ষ্য থাকবে আদ্রিয়ান লুনাদের।

অপরদিকে জয়ের ধারা বজায় রাখার লক্ষ্য বাগানের। সেইমতো গত মঙ্গলবার থেকেই জোরকদমে অনুশীলন শুরু করে দিয়েছেন মোলিনা। নর্থইস্ট ম্যাচের পর একদিন ছুটি ছিল অনুশীলন। এবার আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাচ। বিশেষ করে আইএসএল লিগ শিল্ড জয় করতে হলেও পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের স্থান মজবুত করতে চাইবেন মেরিনার্সরা। সেক্ষেত্রে জয়ের ধারা বজায় রাখাই অন্যতম লক্ষ্য বাগানের আইএসএল জয়ী কোচের। তবে নর্থইস্ট ম্যাচের পর এদিন মূলত রিকভারি সেশন সারেন দেখা যায় দলের অধিকাংশ ফুটবলাররা।

ক্লান্তি দূর করে নিজেদের ফিটনেস বজায় রাখতে খুব একটা গা ঘামাতে দেখা যায়নি বাগানের প্রথম একাদশের ফুটবলারদের। বলতে গেলে অনুশীলন শেষ হওয়ার বেশ কিছু সময় আগেই মাঠ থেকে উঠে যেতে দেখা গিয়েছিল আপুইয়াদের। অন্যদিকে, গত ম্যাচে বিশ্রামে থাকা আলবার্তো রদ্রিগেজ থেকে শুরু করে বাগান অধিনায়ক শুভাশিস বসুদের নিয়ে জোরকদমে অনুশীলন করালেন জোসে মোলিনা‌। পাসিং থেকে শুরু করে থ্রোইন সব ক্ষেত্রেই সক্রিয় থাকতে দেখা যায় গ্ৰেগ স্টুয়ার্টদের। বলতে গেলে ঘরের মাঠে জয় ছাড়া কিছুই ভাবছেন না বাগান কোচ।

Mohun Bagan Super Giant gears up for a crucial ISL match against Kerala Blasters. With three consecutive wins, the Mariners aim to extend their lead at the top of the table under coach Jose Molina strategic preparations.