গণঅভ্যুত্থানে বাংলাদেশ (Bangladesh) থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা (Sheikh Hasina) ভারত সরকারের আশ্রিত। তিনি গত ৫ আগস্ট থেকে দিল্লিতে আছেন। বাংলাদেশে তার বিরুদ্ধে বিক্ষোভ দমনে গণহত্যা চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে মামলা চলছে (ICT)আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে। এই মামলার বিষয়ে ঢাকায় এসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান (Toby Cadman) বলেছেন শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত সরকার। তার এমন দাবিতে চাঞ্চল্য। (Toby Cadman-s claim on Sheikh Hasina)
প্রত্যর্পণ চুক্তি অনুসারে হাসিনাকে ফেরত Toby Cadman-s claim on Sheikh Hasina
শেখ হাসিনা ভারতে আছেন এমন তথ্য নিশ্চিত করেছে ভারতের সরকার। ঢাকা-নয়াদিল্লির মধ্যে প্রত্যর্পণ চুক্তি অনুসারে তাকে ফেরত চাইলে ভারত সরকারের কী করতে পারে এমন কূটনৈতিক জল্পনা চলছে।
টবি ক্যাডম্যান বলেছেন, ‘ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তারা বাংলাদেশের বিচারব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে জুলাই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে।’ ঢাকায় এসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন টবি ক্যাডম্যান।
আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যানের বক্তব্য Toby Cadman-s claim on Sheikh Hasina
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মহ: তাজুল ইসলামের বিশেষ পরামর্শক হিসেবে গত ২১ নভেম্বর দায়িত্ব পেয়েছেন লন্ডনের বিখ্যাত গার্নিকা ৩৭ ল-ফার্ম সংস্থার যুগ্ম প্রধান টবি ক্যাডম্যান। তিনি এক্সে লেখেন, আমি আনন্দিত ও খুবই সম্মানিত বোধ করছি যে আমাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার নিয়োগ দেওয়া হয়েছে।’
আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান বলেছেন, ‘শেখ হাসিনার বিচারের ব্যাপারে বাংলাদেশে যে আইন আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর যদি ফেরত না পাঠানো হয় তাহলে শেখ হাসিনার অনুপস্থিতিতে তার বিষয়ে বাংলাদেশ সরকার বিবেচনা করবে। যদি প্রয়োজন হয় সে ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালতের সহযোগিতা নেওয়া যায় কিনা তা বাংলাদেশ সরকার ঠিক করবে।’
গণতান্ত্রিক কাঠামোর প্রসঙ্গ
তিনি ভারতের গণতান্ত্রিক কাঠামোর প্রসঙ্গ তুলে বলেছেন, বাংলাদেশ থেকে যদি শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাওয়া হয় সেটার প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে।
Bangladesh: After being ousted in a Bangladesh uprising, Sheikh Hasina seeks asylum in India. Facing genocide charges, she awaits trial at ICT. India confirms her presence, sparking diplomatic speculations.