কলকাতা: সিরিয়ায় বাশার আল-আসাদের দীর্ঘ ২৪ বছরের সাম্রাজ্যের পতন ঘটেছে৷ দেশের ভার এখন তদারকি সরকারের হাতে। আসাদের কুর্সিতে বসতে চলেছেন মহম্মদ আল-বশির৷ তিনিই তদারকি সরকারের ভাবী প্রধানমন্ত্রী৷ তাঁর হাত ধরেই সিরিয়ায় সংঘবদ্ধ হয়েছি আসাদ বিরোধী আন্দোলন৷ (mohamed al bashir to lead syria)
সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী mohamed al bashir to lead syria
২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী পদে থাকবেন তিনি। মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে একথা জানিয়েছেন খোদ বশির৷ এদিকে, রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট। মধ্য প্রাচ্যের এই দেশের দখল নিয়েছে আসাদাের বিরোধী গোষ্ঠী, হায়াত তাহরির আল-শাম বা এইচটিএস৷
বশিরের জন্ম mohamed al bashir to lead syria
বছর ৪১-এর আল-বশিরের জন্ম ১৯৮৩ সালে৷ ইদলিব প্রদেশের জাবাল আল-জাওইয়ায় বেড়ে ওঠা তাঁর৷ বিগত বেশ কিছু বছর ধরেই এই এলাকার উপর নিয়ন্ত্রণ রেখেছে ইসলামিক গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম। অ্যালেপ্পো বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিবিভাগ থেকে স্নাতক আল-বশির শুধু রাজনীতিবিদই নন, একজন ইঞ্জিনিয়ারও বটে৷ ইদলিব বিশ্ববিদ্যালয়ে ‘ইসলামিক অ্যান্ড সিভিল ল’ নিয়েও পড়াশোনা করেছেন তিনি। এক সময় সিরিয়ার সরকারি গ্যাস সংস্থাতেও কাজও করেছিলেন নয়া রাষ্ট্রপ্রধান।
কোথায় ছিল রাজত্ব mohamed al bashir to lead syria
আসাদ সরকারকে সিরিয়া থেকে উৎখাত করতে মোট ১৩ দিনের অভিযান করেন বশির৷ বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রিত একটা ছোট এলাকার প্রশাসন পরিচালনার দায়িত্বও ছিল তাঁর কাঁধে৷ এই অভিযানের আগে, উত্তর-পশ্চিম সিরিয়ার কিছু অংশ ও ইদলিবের কিছুটা জায়গায় চলত হায়াত তাহরির আল-শামের রাজত্ব। যেখানকার প্রশাসনিক প্রধান ছিলেন মহম্মদ আল-বশির। আল-কায়েদা জঙ্গি গোষ্ঠীর প্রতিও তিনি নরম মনোভাবাপন্ন বলে সূত্রের খবর৷
তবে এতদিন পঞ্চাশ লক্ষ মানুষের একটি বিদ্রোহী অঞ্চলের শাসনভার সমালানো বশির নানা বিভাজনে দ্বিধাবিভক্ত, প্রায় ২ কোটি ৩৩ লক্ষ জনসংখ্যার একটি দেশ কতটা দক্ষতার সঙ্গে পরিচালনা করবেন, তা নিয়ে অনেকেই সন্দিহান৷
World: Bashar al-Assad’s 24-year rule in Syria ends. Mohammad Al-Bashir to lead the interim government until March 2025. Opposition group HTS now in control. Former President seeks asylum in Russia.