সন্তোষ ট্রফির নয়া সিজনে দুরন্ত ছন্দে রয়েছে বাংলার ফুটবল দল (Bengal Squad)। কলকাতা ময়দানের আইলিগ জয়ী কোচ সঞ্জয় সেনের (Sanjoy Sen) তত্ত্বাবধানে এবার গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বের যোগ্যতা অর্জন করেছে চাকু মান্ডিরা।টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই দুরন্ত পারফরম্যান্স করছিলেন নরহরি শ্রেষ্ঠা থেকে শুরু করে মনোতোষ মাঝির মতো ফুটবলাররা। সহজেই তাঁরা পরাজিত করেছিল শক্তিশালী ঝাড়খন্ড ফুটবল দলকে। পরবর্তীতে সেই ধারা বজায় রেখেই বিরাট বড় ব্যবধানে উত্তরপ্রদেশকে নাস্তানাবুদ করে বাংলার ফুটবল দল। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল দলের ফুটবলারদের।
পরবর্তীতে অপরাজিত থেকেই এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের মূল পর্বের ছাড়পত্র আদায় করে নেয় বাংলা দল। সেই অনুযায়ী আগামী ১৪ই ডিসেম্বর থেকেই শুরু হবে সন্তোষ ট্রফির মূল পর্বের ম্যাচ। তাঁর আগেই গত মঙ্গলবার বাইশ জন ফুটবলারদের একটি তালিকা প্রকাশ করা হয়। সেই অনুযায়ী এবার গোলরক্ষক হিসেবে থাকছেন যথাক্রমে সৌরভ সামন্ত, শুভম রায় এবং আদিত্য পাত্র। রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন জাওয়াল আহমেদ মজুমদার, অয়ন মন্ডল, মদন মান্ডি, রবিলাল মান্ডি, বিক্রম প্রধান, রাহুল পুরকায়েত।
দলের মাঝমাঠ সামাল দেওয়ার জন্য থাকছেন যথাক্রমে বিশাল দাস, চাকু মান্ডি, আদিত্য থাপা, সুপ্রদীপ হাজরা, বাসুদেব মান্ডি, ইসরাফিল দেওয়ান, সেখ আবু সুফিয়ান, অমরনাথ বাস্কে, সুপ্রিয় পন্ডিত। সেইসাথে ফরোয়ার্ড লাইনে ঝড় তোলার জন্য থাকছেন রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠা, মনোতোষ মাঝি এবং অরিত্র ঘোষ। যতদূর জানা গিয়েছে, বুধবার বিকেল ৫টায় এই বাইশ জন ফুটবলারকে নিয়ে তেলেঙ্গানার উদ্দেশ্য রওনা দেবে বাংলা দল। তারপর মূলপর্বের অংশগ্রহণ।
একটা সময় সন্তোষ ট্রফি জুড়ে বাংলা দলের দাপট থাকলেও সময়ের সাথে সাথে বদলেছে পরিস্থিতি। ক্রমশ ফিকে হতে শুরু করেছিল বাংলার সক্রিয়তা। সেই হতাশা কাটিয়েই এবার সঞ্জয় সেনের হাতে তুলে দেওয়া হয় দলের দায়িত্ব। এবার তাঁর তত্ত্বাবধানেই সাফল্যের সাধ পেতে মরিয়া বাংলার ফুটবলপ্রেমীরা।
Bengal football team, under coach Sanjoy Sen, gears up for the Santosh Trophy main round starting December 14. Key players include Narahari Shrestha, Chaku Mandi, and Monotosh Maji.