চুনী গোস্বামীর জন্মদিনে বিশেষ চমক মোহনবাগানের

বিগত কয়েক বছর ধরেই দেশের ক্রীড়াক্ষেত্রে যথেষ্ট সক্রিয় রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ডুরান্ড কাপ হোক কিংবা ইন্ডিয়ান সুপার লিগ। প্রত্যেক ক্ষেত্রেই অনবদ্য পারফরম্যান্স করে আসছে…

Chuni Goswami Birthday Celebration

বিগত কয়েক বছর ধরেই দেশের ক্রীড়াক্ষেত্রে যথেষ্ট সক্রিয় রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ডুরান্ড কাপ হোক কিংবা ইন্ডিয়ান সুপার লিগ। প্রত্যেক ক্ষেত্রেই অনবদ্য পারফরম্যান্স করে আসছে কলকাতা ময়দানের এই প্রধান। ভালো খেলার পাশাপাশি খেতাব জয়ের ক্ষেত্রেও দেশের অন্যান্য ক্লাবগুলিকে টেক্কা দিচ্ছে সবুজ-মেরুন। সেই ধারা বজায় রেখে এবার আইএসএলের লিগ শিল্ড জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছে মোহনবাগান। তবে শুধুমাত্র ফুটবল নয়। অন্যান্য ক্ষেত্র গুলিতে ও উন্নতির চরম শিখরে এসেছে দল।

এবার চুনী গোস্বামীর জন্মদিনে বিশেষ চমক রাখল সবুজ-মেরুন ব্রিগেড। আগামী ১৫ই জানুয়ারি ময়দান জুড়ে পালিত হবে তাঁর জন্মদিন। এই শুভ দিনেই ক্লাবের নবনির্মিত ক্রিকেট পরিকাঠামোর উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে সবুজ-মেরুন কতৃপক্ষ। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ডাকা হয়েছে দেশের কিংবদন্তি ক্রিকেটার সৈয়দ কিরমানি। হ্যাঁ ঠিকই শুনেছেন। এই নক্ষত্রের হাত ধরেই আত্মপ্রকাশ ঘটবে এই পরিকাঠামোর। পাশাপাশি সেদিন তাঁবুতে উপস্থিত থাকতে দেখা যাবে দলের বহু প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের।

   

Chuni Goswami Birthday Celebration

মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠকে করে ঠিক এমনটাই জানান মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। এছাড়াও জানুয়ারি মাসেই ঠিক করা হয়েছে পরবর্তী এজিএমের দিনক্ষণ। বাগান সচিবের এই ঘোষণায় যথেষ্ট খুশি আপামর বাগান জনতা। পূর্বে চুনী গোস্বামীর নামাঙ্কিত মোহনবাগান ক্লাবের গেট উদ্বোধন উপস্থিত থাকতে দেখা গিয়েছিল ক্রীড়া জগতের আরেক নক্ষত্র সুনীল গাভাস্কার। এছাড়াও গ্যারি সোবার্সের নামাঙ্কিত গেটের উদ্বোধন করেছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজ।

এবার ক্লাব ক্রিকেটের নতুন অধ্যায় সূচনায় সৈয়দ কিরমানির আবির্ভাবের অপেক্ষায় সবুজ-মেরুন অনুরাগীরা। সেইমতো এখন থেকেই দিন গোনা শুরু করে দিয়েছেন সমর্থকরা।

On Chuni Goswami’s birth anniversary, Mohun Bagan SG announces the inauguration of their state-of-the-art cricket infrastructure by legendary cricketer Syed Kirmani. A historic event awaits the fans.