কলকাতা: শীতের মাঝে আচমকাই বৃষ্টির হানা৷ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গের ৯টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ উত্তরে হু হু করে নামবে পারদ৷ দার্জিলিং-এ তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস৷ (Winter rains hit South Bengal)
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে Winter rains hit South Bengal
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমেই পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে৷ এটি তামিলনাড়ু উপকূল দিয়ে সমতলে ঢুকে পড়বে বলে মনে করা হচ্ছে৷ এই নিম্নচাপের প্রভাব পড়বে এরাজ্যের বেশ কিছু জেলায়৷ বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়৷ তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই৷ এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই৷ সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷
আকাশ মেঘলা Winter rains hit South Bengal
দিনভর বৃষ্টি ও আকাশ মেঘলা থাকায় দিনের তাপমাত্রা সামান্য কম থাকবে, তবে রাতের তাপমাত্রা বাড়বে বলেই পূর্বাভাস। তবে, বুধবার থেকে ফের হাওয়া বদল হবে৷ মেঘ সরিয়ে ময়দানের দখল নেবে শীত৷
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শুরু হতে চলেছে শীতের জমাটি ব্যাটিং৷ আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টি হবে৷ তবে লাগোয়া রাজ্য সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহবিদেরা৷ বরফ পড়বে সিকিম সংলগ্ন দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকাতেও৷ সঙ্গে ঘন কুয়াশায় ঢাকা পড়বে পাহাড়৷
কাশ্মীরে বরফ Winter rains hit South Bengal
এদিকে, কাশ্মীরে জাঁকিয়ে বসেছে শীত৷ উপত্যকার পারদ হিমাঙ্কের কয়েক ডিগ্রি নীচে নেমে গিয়েছে৷ গুলমার্গে তাপমাত্রা পৌঁছেছে মাইনাস ৯ ডিগ্রি সেলসিয়াসে৷ অন্যদিকে, দক্ষিণী রাজ্য হায়দরাবাদে রাতের তাপমাত্রা নেমেছে ১৯ ডিগ্রি সেলসিয়াসে৷ হালকা শীত মানুম হচ্ছে রাজ্যের সর্বোত্র৷
West Bengal: Unexpected winter rains hit South Bengal. Alipore Meteorological Department forecasts light to moderate rainfall in nine districts due to Western Disturbance. Significant temperature drops expected in North Bengal; Darjeeling may see snowfall. Rain unlikely in Kolkata