ওডিশা ম্যাচের আগে চিন্তায় রাখছেন ডায়মান্তাকস

ইন্ডিয়ান সুপার লিগে বর্তমানে দারুন ছন্দে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal ) ফুটবল ক্লাব। গত ডার্বি ম্যাচে শক্তিশালী মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে নয়জনে খেলে ও…

Dimitrios Diamantakos injury update

ইন্ডিয়ান সুপার লিগে বর্তমানে দারুন ছন্দে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal ) ফুটবল ক্লাব। গত ডার্বি ম্যাচে শক্তিশালী মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে নয়জনে খেলে ও পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছেড়েছে মশাল ব্রিগেড। তাঁদের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে চমকে দিয়েছিল সকলকে। কিন্তু পরবর্তী ম্যাচ থেকেই জয়ের সরণিতে ফিরতে মরিয়া ছিল লাল-হলুদ ব্রিগেড। সেইমতো গত হোম ম্যাচ থেকেই দুরন্ত ছন্দে ধরা দেয় ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে।

Also Read | Dimitrios Diamantakos : আইএসএলে কোন নয়া মুকুট লাল-হলুদ দিমিত্রিয়সের, দেখুন  

   

সম্পূর্ণ সময়ের শেষে একটি মাত্র গোলের ব্যবধানে জয় নিশ্চিত হয়ে যায় কলকাতা ময়দানের এই প্রধানের। টুর্নামেন্টের প্রথম ম্যাচ জয়ের পর থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা যায় দলের সকল ফুটবলারদের। তারপর সেই ধারা বজায় রেখেই চলে আসে দ্বিতীয় জয়। দিনকয়েক আগেই ইন্দোর স্টেডিয়ামে তাঁরা পরাজিত করে ওয়েন কোয়েলের শক্তিশালী চেন্নাইয়িন এফসিকে। এই জয়ের সুবাদে সাত পয়েন্ট নিয়ে আইএসএল পয়েন্ট টেবিলের তলানি থেকে এগারো নম্বরে উঠে আসে ইস্টবেঙ্গল।

Also Read | কলকাতা ম্যারাথনে ভারতীয় পুরুষ এবং মহিলাদের এলিট বিভাগে বিশেষ চমক  

জয়ের এই ধারা বজায় রাখাই অন্যতম লক্ষ্য লাল-হলুদ কোচ অস্কার ব্রুজন‌‌‌। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১২ই ডিসেম্বর নিজেদের ঘরের মাঠে শক্তিশালী ওডিশা এফসির বিপক্ষে খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল। চলতি আইএসএলের প্রথম লেগের ম্যাচে শক্তিশালী ওডিশা এফসির বিপক্ষে অনবদ্য লড়াই করেও পরাজিত হতে হয়েছিল গতবারের সুপার কাপ জয়ীদের। শেষ মুহূর্তে গোল করে গিয়েছিলেন তারকা ডিফেন্ডার মুর্তাজা ফল। সেই হতাশা কাটিয়ে এবার বদলার লড়াই লাল-হলুদের কাছে।

Also Read |  চেন্নাইয়িন ম্যাচ জিতেও ব্যাকফুটে লাল-হলুদ, কেন? 

তবে এক্ষেত্রে সকলকে চিন্তায় রাখছে দলের দুই তারকা ফুটবলারের চোট। উল্লেখ্য, গত চেন্নাইয়িন ম্যাচ খেলতে গিয়েই চোটের কবলে পড়তে হয়েছিল স্প্যানিশ তারকা সাউল ক্রেসপোকে। যারফলে পরবর্তীতে তাঁকে মাঠ থেকে তুলে নেন স্প্যানিশ কোচ। পরবর্তীতে রেফারির সঙ্গে বচসায় জড়িয়ে হলুদ কার্ড ও দেখতে হয় এই ফুটবলারকে‌। তাই ওডিশা ম্যাচে খেলতে পারবেন না এই তারকা। কিন্তু তিনি একানন। ওডিশা ম্যাচে এবার অনিশ্চিত গ্ৰীক ফরোয়ার্ড দিমিত্রিওস ডায়মান্তাকস। বলাবাহুল্য, গত ম্যাচের প্রথমার্ধে খেলতে গিয়ে পেশিতে চোট অনুভব করছিলেন এই বিদেশি ফুটবলার।

পরবর্তীতে মাঠে আসেন ক্লেটন সিলভা। সোমবার তাঁর চোটের ‘এমআরআই’ করানোর কথা শোনা যায় পরবর্তী সময়। সেক্ষেত্রে আদৌও তিনি পরবর্তী ম্যাচ খেলতে পারবেন কিনা সেটা এখনও চূড়ান্ত নয়।