কলকাতা: হাসিনা সরকারের পতনের পর থেকেই বদলাতে শুরু করেছে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি৷ মহম্মদ ইউনূসের জমানায় ক্রমেই বাড়ছে ভারত বিদ্বেষী মনোভাব৷ এমনকী কলকাতা দখলের হুমকি দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীরা। ৪ দিনের মধ্যে কলকাতা দখল করার হুমকি দিয়েছেন তাঁরা৷ শুধু কলকাতাই নয়, অসম দখল করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে৷ উত্তর-পূর্বের সাত রাজ্যের উপর নজর রয়েছে বাংলাদেশ তিসরাই ইনসাফ পার্টির নেতা মিনাজ প্রধানেরও৷ বাংলাদেশের রাজপথে ভারত বিরোধী মিছিল থেকে প্রাক্তন সেনাকর্মীদের এই দাবি উঠতেই চড়েছে রাজনৈতিক উত্তেজনার পারদ৷ এই আবহে আত্মরক্ষার জন্য রাজ্যের মানুষকে ঘরে ঘরে ধারাল অস্ত্র রাখার নিদান দিলেন বিজেপি নেতা অর্জুন সিং৷ (arjun singh advises to keep arms)
দিন দিন বাড়ছে জেহাদিদের সংখ্যা arjun singh advises to keep arms
বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের এই হুমকি শুনে অবশ্য অনেকেই মুকচি হেসেছেন৷ তবে কোনও ভাবেই এই হুমকিকে হালকা ভাবে নিতে নারাজ অর্জুন৷ তাঁর কথায়, বাংলাদেশে দিন দিন জেহাদিদের সংখ্যা বাড়ছে৷ শাসক দলের উস্কানিতে যে কোন সময় এরাজ্যের দিকে হাত বাড়াতে পারে বাংলাদেশ৷ তাই সকলকে সতর্ক থাকতে হবে৷ পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া ওপার ৯ জেলা জিহাদিদের দখলে চলে গিয়েছে বলেও দাবি তাঁর। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই সীমান্ত লাগোয়া ৫০ কিলোমিটার এলাকা BSF-এর অধীনে রাখার জন্য আইন পাস করেছে৷ তবে তা এখনও কার্যকর হয়নি৷ এই সমস্যার হাত থেকে রাজ্যকে বাঁচাতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন অর্জুন৷
অর্জুন দাওয়াই arjun singh advises to keep arms
গতকাল শ্যামনগরের ঝাউতলায় বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে গিয়েছিলেন অর্জুন৷ সেখানে গিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি মুখ খোলেন৷ জগদ্দলের ‘বাহুবলী’ নেতা বলেন, ‘‘ইতিমধ্যেই কলকাতার রাজপথ দখল নিয়েছে জেহাদিরা৷ জামাতিরা এখানে বসে আছে। এখানে দুর্গাপুজো, কালীপুজো করতে বাধা দিচ্ছে। এই জেহাদিদের রুখতে সনাতনীদের একজোট হয়ে থাকতে হবে। এর জন্য বিজেপির সদস্যতা নিতে আপনাদের আহ্বান জানাচ্ছি৷ কারণ একমাত্র বিজেপিই পারে হিন্দুদের রক্ষা করতে৷” সেই সঙ্গেই তাঁর সংযোজন, ‘‘নিজেদের বাঁচাতে ঘরে ঘরে অস্ত্র রাখুন৷’’
West Bengal: Following Sheikh Hasina’s fall, anti-India sentiment rises under Muhammad Yunus’s rule. Former Bangladeshi soldiers threaten to capture Kolkata and Assam. BJP leader Arjun Singh urges citizens to arm themselves for self-defense amidst escalating tensions.