কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের (North East United FC) বিপক্ষে খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohunbagan SG)। গত চেন্নাইয়িন ম্যাচের পর এই ম্যাচে ও জয় ছিনিয়ে নিতে চাইবেন বাগান কোচ জোসে মোলিনা (Molina)। সেক্ষেত্রে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসতে পারবে সবুজ-মেরুন ব্রিগেড। তবে এক্ষেত্রে সকলকে চিন্তায় রাখছে দলের রক্ষণভাগ। বলাবাহুল্য, কার্ড সমস্যা থাকার দরুণ এই ম্যাচে খেলতে পারবেন না বাগান অধিনায়ক শুভাশিস বসু। এছাড়াও খেলতে পারবেন না স্প্যানিশ তারকা আলবার্তো রদ্রিগেজ।
ঘরের মাঠে ইস্টবেঙ্গলের কাছে পরাজিত হয়ে সমর্থকদের উদ্দেশ্যে কোন বার্তা কোয়েলের?
যারফলে কিছুটা হলেও চাপে রয়েছেন মোলিনা। তবুও তিন পয়েন্ট নিশ্চিত করতে নিজের সেরা একাদশ নিশ্চিত করেছেন বাগান কোচ। সেক্ষেত্রে অন্যান্য দিনের মতো আজও দলের তিন কাঠির প্রহরী হিসেবে রয়েছেন বিশাল কাইথ। পাশাপাশি রক্ষণভাগ সামাল দেওয়ার ক্ষেত্রে থাকছেন বিদেশি তারকা টম অলড্রেড। পাশাপাশি থাকছেন আশিষ রাই, দীপেন্দু বিশ্বাস। এছাড়াও আজ রক্ষণভাগে খেলছেন তারকা ফুটবলার আশিক কুরুনিয়ান। যা নিঃসন্দেহে চমকে দিয়েছে সকলকে।
চাকরি হারাচ্ছেন চেরনিশভ? মুম্বাই ম্যাচের আগে বার্তা দিলেন সমর্থকদের উদ্দেশ্যে
পাশাপাশি দলের মাঝমাঠ সামাল দেওয়ার জন্য থাকছেন যথাক্রমে সাহাল আব্দুল সামাদ, আপুইয়া, দিমিত্রি পেত্রাতোস। সেইসাথে দুই উইং থেকে খেলার জন্য থাকছেন ভারতীয় তারকা মনবীর সিং এবং লিস্টন কোলাসো। এবং ফরোয়ার্ড লাইনে ঝড় তোলার জন্য থাকছেন অস্ট্রেলিয়ান তারকা জেমি ম্যাকলারেন। গ্ৰেগ স্টুয়ার্ট আজ রিজার্ভ বেঞ্চ থেকে শুরু করলেও পরবর্তীতে তাঁকে মাঠে নামাতে পারেন বাগান হেডস্যার।
Antonio Lopez Habas : রিয়াল কাশ্মীরকে নিয়ে ‘বিস্ফোরক’ ব্যাখ্যা হাবাসের
দিনকয়েক আগেই কলকাতা ময়দানের আরেক প্রধান ইমামি ইস্টবেঙ্গলের কাছে পরাজিত হতে হয়েছিল নর্থইস্ট ইউনাইটেডকে। সেই ধাক্কা ভুলে এবার নিজেদের হোম ম্যাচ থেকে পুরো পয়েন্ট সংগ্রহ করতে চাইবেন পেদ্রো বেনালি।