গত কয়েকদিন ধরেই কলকাতা সহ অন্যান্য রাজ্যে (West Bengal Weather Update) শীতের আমেজ পরিলক্ষিত হচ্ছে। রবিবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশের দেখা মেলার পাশাপাশি খুব ঠান্ডা না হলেও মনোরম আবহাওয়ার দেখা মিলছে। তবে হাওয়া দফতরের পক্ষ থেকে জানা গিয়েছে, আগামী দু’দিন কলকাতার তাপমাত্রা কিছুটা হলেও বাড়তে পারে। আপাতত জাঁকিয়ে শীত পরার সম্ভাবনা না থাকলেও বুধবার থেকে ফের নিম্নমুখী হতে পারে পারদ।
আজ অর্থাৎ রবিবার থেকেই ধীরে ধীরে আবহাওয়ার বদল ঘটতে পারে। আজ দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। কলকাতায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস কম। শনিবার অর্থাৎ গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.১ সেলসিয়াস কম।
আবাস নিয়ে কড়া নবান্ন, পঞ্চায়েতে বিশেষ ক্যাম্প, গ্রাহকদের নথি যাচাইয়ের ব্যবস্থা
জানা গেছে, আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৫-২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে। মঙ্গলবার স্থিতাবস্থা বজায় থাকবে। তবে বুধবার বা বৃহস্পতিবার থেকে ফের নামতে পারে পারদ। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার আমেজ থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ এবং উত্তর-পশ্চিম ভারতেপশ্চিমী ঝঞ্ঝার জন্য রবিবার থেকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সোমবার দক্ষিণবঙ্গের ৮ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তরের কয়েক জেলায় বৃষ্টি হতে পারে। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তুষারপাত হতে পারে দার্জিলিংয়ের সান্দাকফু, টুমলিঙে।
ইন্ডি জোটে মমতার অবস্থান সম্পর্কে ‘বিস্ফোরক’ সুপ্রিয়া
উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং ছাড়া বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। এছাড়া আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের কারণে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে কালিম্পং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবমিলিয়ে উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের ৯ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
West Bengal Weather Update: A winter-like atmosphere has been observed across Kolkata and other parts of West Bengal in recent days. On Sunday morning, clear skies and pleasant weather were seen, though it wasn’t extremely cold. The Meteorological Department has stated that Kolkata’s temperature may rise slightly over the next two days. However, while intense cold isn’t expected for now, temperatures may dip again starting Wednesday. https://ekolkata24.com/