শনিবার ক্রিস্টাল প্যালেসের মাঠে ২-২ গোলে ড্র করল ম্যানচেস্টার সিটি (Manchester City)। প্রিমিয়ার লিগে এটি তাদের শেষ ৯টি ম্যাচের মধ্যে অষ্টম ব্যর্থতা। এদিন সেলহার্স্ট পার্কে জয়ের মাধ্যমে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ ছিল সিটির সামনে। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হল পেপ গার্দিওলার দল।
মিডউইকে নটিংহ্যাম ফরেস্টকে ৩-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল ইংল্যান্ডের চ্যাম্পিয়নরা। তবে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে তারা। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটে উইল হিউজেসের পাস থেকে গোল করেন প্যালেসের ড্যানিয়েল মুনোজ।
এরপর ম্যানচেস্টার সিটিকে সমতা ফেরাতে সাহায্য করেন আর্লিং হালান্ড। ম্যাচের ৩২তম মিনিটে ম্যাথিউস নুনেসের ক্রস থেকে দুরন্ত হেডে গোল করেন তিনি। এই গোলের মাধ্যমে চলতি প্রিমিয়ার লিগে ১৩ গোল করে লিভারপুলের মোহাম্মদ সালাহর সঙ্গে গোল্ডেন বুটের দৌড়ে সমানে এসে দাঁড়ালেন হালান্ড। তবে দ্বিতীয়ার্ধে ক্রিস্টাল প্যালেস আবার এগিয়ে যায়। উইল হিউজেসের কর্নার থেকে হেড করে গোল করেন ম্যাক্সেন্স লাক্রো।
ম্যানচেস্টার সিটি সমতা ফেরানোর চেষ্টা চালায় এবং ৭৪ মিনিটে রিকো লুইসের দুরন্ত শটে আবার ম্যাচে ফেরে। কিন্তু ম্যাচের ৮৪তম মিনিটে লুইস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে চাপে পড়ে যায় সিটি।
এই ড্রয়ের ফলে চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার সিটি শীর্ষে থাকা লিভারপুলের থেকে আট পয়েন্ট দূরে রইল। আরও একবার পয়েন্ট খোয়ানোর ফলে টানা পাঁচবার প্রিমিয়ার লিগ জয়ের স্বপ্নকে বড় ধাক্কা খেল পেপ গার্দিওলার দল।
লিভারপুল-এভারটন ডার্বি স্থগিত
শনিবার মেরসিসাইড ডার্বি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রবল ঝড় ড্যারার ফলে তা স্থগিত করা হয়েছে। সুরক্ষার কথা মাথায় রেখে স্থানীয় সময় সকাল ৮টায় ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এভারটনের এক বিবৃতিতে বলা হয়, “সাপোর্টার, স্টাফ ও খেলোয়াড়দের সুরক্ষাই আমাদের কাছে অগ্রাধিকার। এই কারণে ম্যাচটি স্থগিত করতে বাধ্য হয়েছি।”
ব্রেন্টফোর্ডের জয়গাথা অব্যাহত
ব্রেন্টফোর্ডের মাঠে গেটেক কমিউনিটি স্টেডিয়ামে দুর্দান্ত খেলল দলটি। ৪-২ গোলে নিউক্যাসলকে পরাজিত করে তারা লিগে নিজেদের সেরা ঘরের মাঠের পারফরম্যান্স বজায় রাখল।
ব্রায়ান এমবিউমোর একক প্রচেষ্টায় ব্রেন্টফোর্ডের হয়ে প্রথম গোল আসে। নিউক্যাসল দুটি গোল শোধ দিলেও দ্বিতীয়ার্ধে নাথান কলিন্স ও কেভিন শ্যাডের গোলে জয় নিশ্চিত করে ব্রেন্টফোর্ড। এই জয়ের ফলে ব্রেন্টফোর্ড সপ্তম স্থানে উঠে এল, আর নিউক্যাসল নেমে গেল ১২তম স্থানে।
অ্যাস্টন ভিলার জয়
অ্যাস্টন ভিলা ১-০ গোলে সাউদাম্পটনকে হারিয়ে পঞ্চম স্থানে উঠে এল। দলের হয়ে জয়সূচক গোলটি করেন কলম্বিয়ান ফুটবলার জন দুরান। সাউদাম্পটনের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে ২৪ মিনিটে গোল করেন তিনি।
আর্সেনাল ও চেলসির সুযোগ
লিভারপুল-এভারটনের ম্যাচ স্থগিত হওয়ায় আর্সেনাল ও চেলসির সামনে শীর্ষের ব্যবধান কমানোর সুযোগ রয়েছে। রবিবার আর্সেনাল ফুলহ্যামের বিরুদ্ধে এবং চেলসি টটেনহ্যামের মাঠে খেলবে।
Manchester City missed a chance to climb to second in the Premier League after a 2-2 draw against Crystal Palace. Meanwhile, Storm Darragh postponed the Merseyside Derby between Liverpool and Everton due to safety concerns.