আইএসএল ২০২৪-২৫ (ISL 2024-25) মরশুমের শুরুতেই মহমেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) প্রতি প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। নতুন মরশুমে শক্তিশালী স্কোয়াড তৈরি করে আইএসএলে পা রেখেছিল ময়দানের এই প্রধান। যদিও মরশুম শুরুর পর থেকেই দুরন্ত ছন্দে ছিল সাদা-কালো ব্রিগেড। কিন্তু মোহনবাগানের কাছে ডার্বিতে হারের পর থেকেই যেন জুজু দেখল আন্দ্রে চেরনিশভের ছাত্ররা (Andrey Chernyshov)। গতকাল পাঞ্জাবের (Punjab FC) কাছে হেরে আরও বিপদ বাড়ল ব্ল্যাক প্যান্থার্সদের। তাতেই কি সুবিধা হল লিগ টেবিলের (Point Table) তলানিতে থাকা ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC)?
ISL : আইএসএলের ইতিহাসে ম্যাচ পরিচালনায় সেরা বাগানের দুই প্রাক্তন কোচ, কারা জানুন
গতকাল মহামেডান স্পোর্টিং ক্লাব পঞ্জাব এফসির বিরুদ্ধে মাঠে নামে, কিন্তু ম্যাচটি তাঁদের জন্য ছিল একটি নতুন হতাশার গল্প। ২-০ গোলে পরাজিত হয়ে তাঁরা আবারও লক্ষ্য থেকে অনেক পিছিয়ে পড়েছে। এর আগে পাঁচটি ম্যাচে একটিও জয় তুলে নিতে পারেনি তারা, যার ফলে তাদের অবস্থান লিগ টেবিলের নিচের দিকে আরও দৃঢ় হয়েছে। মাত্র ১০ ম্যাচে ৫ পয়েন্ট সংগ্রহ করে বর্তমানে তারা ১২ নম্বরে অবস্থান করছে, যা তাদের সমর্থকদের জন্য একেবারেই অপ্রত্যাশিত। পঞ্জাবের বিরুদ্ধে এই পরাজয়ের পর অ্যালেক্সিস-ফ্রাঙ্কারাদের হেড স্যার চেরনিশভের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠেতে শুরু করে দিয়েছে।
কোয়েলের মুখে প্রাক্তন বাগান তারকার ভূয়সী প্রশংসা, কী বললেন জানুন
এরই মধ্যে আজ চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে খেলতে নামছে অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গল। এই মুহূর্তে ৮ ম্যাচ খেলে ১ ম্যাচে জিতে এবং ড্র করে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সবার নিচে অবস্থান তাঁদের। এদিন ওয়েন কোয়েলের চেন্নাইয়ের বিরুদ্ধে জিতলেই লিগ টেবিলে নিজেদের অবস্থান পরিবর্তন করার হাতছানি মশাল ব্রিগেডের সামনে।
এই পরিস্থিতিতে মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরা কিছুটা হতাশ। বিশেষত যখন তারা দেখছে, তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল যে রকম অন্ধকার থেকে ঘুরে দাঁড়িয়ে প্লে-অফের স্বপ্ন দেখতে শুরু করেছে। যদিও ইস্টবেঙ্গলের অবস্থাও প্রথম দিকে কিছুটা খারাপ ছিল, তবে তারা তাঁদের গতিশীলতা ফিরে পেয়েছে এবং বর্তমান মরশুমে ক্রমশ উন্নতির দিকে এগোচ্ছে।
East Bengal FC : চেন্নাই ম্যাচে লালচুংনুঙ্গা, হেক্টরের পরিবর্তে কে? রইল ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ
মহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে এখন এক বড় চ্যালেঞ্জ। সাদা-কালো ব্রিগেড পরবর্তী ম্যাচ গুলিতে যদি পয়েন্ট সংগ্রহ করতে না পারে, সেক্ষেত্রে প্লে-অফে জায়গা পাওয়া তাদের জন্য আরও কঠিন হয়ে যাবে।