‘ইন্ডিয়া’র রাশ মমতার হাতে? পাশে সপা, মানতে নারাজ কংগ্রেস

কলকাতা: ইন্ডিয়া জোটের অন্যতম পুরোধা তিনি৷ জোটের দায়িত্ব সামলাতেও প্রস্তুত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রয়োজনে বাংলায় বসেই তিনি জোট চালাতে পারেন৷ শুক্রবার সন্ধ্যায় নিউজ ১৮…

Mamata Banerjee INDIA Alliance

short-samachar

কলকাতা: ইন্ডিয়া জোটের অন্যতম পুরোধা তিনি৷ জোটের দায়িত্ব সামলাতেও প্রস্তুত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রয়োজনে বাংলায় বসেই তিনি জোট চালাতে পারেন৷ শুক্রবার সন্ধ্যায় নিউজ ১৮ বাংলায় দেওয়া এক সাক্ষাৎকারে  এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, তাঁর সেই মন্তব্যকে কেন্দ্র করে জোটের আকাশে অশান্তির ছায়া৷ তাঁর মন্তব্যে ভিন্ন মত প্রকাশ করেছেন জোটসঙ্গীরা৷ (Mamata Banerjee INDIA Alliance)

   

পাশে সপা Mamata Banerjee INDIA Alliance

মমতার পাশে দাঁড়িয়ে সমাজবাদী পার্টি জানিয়েছে, হরিয়ানা এবং মহারাষ্ট্রে পরপর নির্বাচনী পরাজয়ের পর এই সিদ্ধান্ত জোটকে শক্তিশালী করতে সাহায্য করবে৷ কিন্তু, এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে কংগ্রেস৷ অন্যদিকে, আরজেডি-র দাবি, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবই ‘ইন্ডিয়া’ জোটের আসল স্থপতি।

কংগ্রেসের বিরুদ্ধেও সমালোচনার ঝড় উঠেছে জোটের অন্দরে। কংগ্রেসকে আত্মদর্শনের পরামর্শ দিয়েছে সমাজবাদী পার্টি ও সিপিআই৷  সমাজবাদী পার্টির জাতীয় মুখপাত্র উদয়বীর সিং বলেন, ইন্ডিয়া ব্লককে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব নিয়ে আলোচনা করা উচিত৷ তিনি তৃণমূল সুপ্রিমোর প্রতি ১০০% সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন৷ 

কী বলছেন সিং Mamata Banerjee INDIA Alliance

সিং আরও বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনও ইচ্ছা প্রকাশ করে থাকেন, তাহলে ইন্ডিয়া জোটের নেতাদের উচিত সেটি বিবেচনা করা এবং তাঁকে সমর্থন করা। এতে জোট শক্তিশালী হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় বিজেপিকে রুখতে সমর্থ হয়েছেন। আমরা তাঁর প্রতি সহানুভূতিশীল। শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের আবেগঘন সম্পর্ক রয়েছে৷’’

 

ওই সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘আমি তো ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করে দিয়েছিলাম।” কিন্তু, সেই জোট এখন সেভাবে একজোট হতে পারছে না কেন৷? সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘রাখতে পারছে না তো আমি কী করব? আই অ্যাম নট লিডিং দ্যাট ফ্রন্ট। যারা লিডার, তাঁদের এটা দেখা উচিত। আমার সঙ্গে সমস্ত আঞ্চলিক ও জাতীয় দলেরই যোগাযোগ রয়েছে। আই মেনটেন দ্য বেস্ট রিলেশন।” 

Bharat: Mamata Banerjee, a key figure in the INDIA alliance, expresses readiness to lead from Bengal. Her comments spark controversy among allies. While Samajwadi Party supports her, Congress and RJD express differing views on the alliance’s leadership.