প্রেমিকার গোপন ভিডিয়ো তুলে ব্ল্যাকমেল! আড়াই কোটি হাতিয়ে গ্রেফতার যুবক

বেঙ্গালুরু: তরুণীর গোপন ভিডিয়ো তুলে ব্ল্যাকমেল৷ সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আড়াই কোটি টাকা আদায়৷ ২২ বছরের যুবককে গ্রেফতার করল পুলিশ৷ (woman…

woman blackmailed secret video

short-samachar

বেঙ্গালুরু: তরুণীর গোপন ভিডিয়ো তুলে ব্ল্যাকমেল৷ সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আড়াই কোটি টাকা আদায়৷ ২২ বছরের যুবককে গ্রেফতার করল পুলিশ৷ (woman blackmailed secret video)

   

তরুণীর সঙ্গে সম্পর্ক woman blackmailed secret video

জানা গিয়েছে, ওই তরুণী (২০)-র সঙ্গে সম্পর্ক ছিল অভিযুক্ত যুবক মোহন কুমারের৷ দু’জন একসঙ্গে একটি বোর্ডিং স্কুলে পড়াশোনা করতেন৷ তবে স্নাতক পাশ করার পর তাঁদের মধ্যে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। কয়েক বছর পর তাঁদের মধ্যে ফের যোগাযোগ হয় এবং একে অপরকে ডেট করতে শুরু করেন৷ মোহন পরবর্তীতে ওই তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দেন এবং তাঁকে নিয়ে বাইরে ঘুরতে যান। সেখানে গিয়েই ওই তরুণীর সঙ্গে কিছু অন্তরঙ্গ ছবি এবং ভিডিও করেন তিনি৷ সেগুলি নিজের কাছে রাখবেন বলেও প্রতিশ্রুতি দেন। কিন্তু, তিনি ওই ছবি দিয়েই ব্ল্যাকমেল করা শুরু করেন৷ ভলে ওই তরুণী মোহনকে ২.৫৭ কোটি টাকা ট্রান্সফার করেন৷ 

প্রথমে, ওই তরুণী তাঁর ঠাকুমার অ্যাকাউন্ট থেকে ১.২৫ কোটি টাকা কুমারের অ্যাকাউন্টে পাঠান। এর পর বিভিন্ন সময়ে অভিযুক্তকে ১.৩২ কোটি টাকা নগদ দেন তিনি৷ এর পরেও মোহন ব্ল্যাকমেল করে ওই তরুণীকে বিলাসবহুল ঘড়ি, গয়না এবং একটি দামী গাড়ি দিতে বাধ্য করেন।

ক্রমাগত ব্ল্যাকমেইলিং  woman blackmailed secret video

ক্রমাগত ব্ল্যাকমেইলিং সহ্য করতে না পেরে,অবশেষে বেঙ্গালুরু পুলিশের কাছে অভিযোগ করেন ওই তরুণী। কুমারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (BNS) সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয় এবং তাণকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে পুলিশ অভিযুক্তের কাছ থেকে ৮০ লক্ষ টাকা উদ্ধার করেছে।

বেঙ্গালুরু পুলিশ কমিশনার বি দয়ানন্দা বলেন, ‘‘এক তরুণীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। এটি একটি পরিকল্পিত অপরাধ। অভিযুক্ত ২.৫৭ কোটি টাকা আদায় করেছে, যার মধ্যে ৮০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’

 

 Bharat: A 22-year-old man was arrested for blackmailing a young woman with secret videos, extorting ₹2.57 crore. The accused, Mohan Kumar, had a past relationship with the victim. He threatened to share intimate videos on social media, leading to his arrest.