বিয়ের মরশুমে কতটা কমল সোনার দাম? চমক হলুদ ধাতুর দামে

কলকাতা: ডিসেম্বর মানেই বিয়ের মরশুম৷ সোনার দোকানে লম্বা লাইন৷ তবে মাসের শুরু থেকেই সোনার দামে স্থিরতা এসেছে। বছরের শেষ মাসে প্রথম সপ্তাহে সোনার দামে বড়…

Gold Price Update Kolkata

short-samachar

কলকাতা: ডিসেম্বর মানেই বিয়ের মরশুম৷ সোনার দোকানে লম্বা লাইন৷ তবে মাসের শুরু থেকেই সোনার দামে স্থিরতা এসেছে। বছরের শেষ মাসে প্রথম সপ্তাহে সোনার দামে বড় কোনও হেরফের হয়নি৷  হলমার্কযুক্ত গয়না সোনার প্রতি ১০ গ্রামের দাম মোটামুটি ৭৩ হাজারের আশপাশেই থাকছে৷ শনিবার, ৭ ডিসেম্বর কলকাতায় হলমার্ক সোনার গহনার ২২ ক্যারাটের এক গ্রামের দাম ৭,২৯৫ টাকা। অর্থাৎ ১০ গ্রাম সোনার দাম ৭২,৯৫০ টাকা। (Gold Price Update Kolkata)

   

২৪ ক্যারেটের দাম কত? Gold Price Update Kolkata

খুচরো পাকা সোনার ২৪ ক্যারাটের এক গ্রামের দাম রয়েছে ৭,৬৭৫ টাকা। ১০ গ্রামের দাম রয়েছে ৭৬,৭৫০ টাকা। পাকা সোনার বাটের ২৪ ক্যারাটের এক গ্রামের দাম আজ ৭,৬৩৫ টাকা। দশ গ্রামের দাম রয়েছে ৭৬,৩৫০ টাকা। প্রতিটি ক্ষেত্রেই শুক্রবারের তুলনায় আজ দাম কিছুটা কম রয়েছে। 

শুক্রবার কত দাম ছিল? Gold Price Update Kolkata

শুক্রবার হলমার্ক সোনার গহনার ২২ ক্যারাটের ১০ গ্রামের দাম ছিল ৭৩,১৫০ টাকা। ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম ছিল ৭৭,০০০ টাকা। আর পাকা সোনার বাটের ২৪ ক্যারাটের দশ গ্রামের দাম ছিল ৭৬,৬০০ টাকা।

অন্যান্য মেট্রো শহরগুলিতেও সোনার দাম ৭০ হাজারের ঘরেই রয়েছে৷  বেঙ্গালুরুতে ১০ গ্রাম সোনার গহনার দাম ৭৭,৯১৫ টাকা। চেন্নাইয়ে ৭৭,৯২১ টাকা।, রাজধানী দিল্লিতে ৭৮,০৭৩ টাকা। বাণিজ্যনগরী মুম্বইয়ে সোনার দাম রয়েছে ৭৭,৯২৭ টাকা। পুণেতে ৭৭,৯৩৩ টাকা। সব মিলিয়ে কলকাতায় গতকালের চেয়ে দাম কিছুটা কমলেও, অন্যান্য মেট্রো শহরগুলিতে শুক্রবারের তুলনায় শনিবার দাম সামান্য বেড়েছে৷ 

 

 Business: December marks wedding season with steady gold prices. As of December 7, 2024, hallmark 22-carat gold jewelry in Kolkata is priced at ₹7,295 per gram, totaling ₹72,950 for 10 grams. No significant changes in the first week of the month.