কলকাতা: রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে অপসারিত শান্তনু সেন। মেডিক্যাল কাউন্সিলে রাজ্য সরকারের মনোনীত প্রতিনিধি পদ থেকে শান্তনু সেনকে সরিয়ে দিল স্বাস্থ্য ভবন। এর আগে দলের মুখপাত্র পদ থেকেও সরানো হয় তাঁকে৷ তবে কি এবার বিজেপি’তে যোগ দেবেন ‘অভিষেক অনুগামী’ হিসাবে পরিচিত শান্তনু? (Shantanu Sen removed from state medical council)
বেফাঁস মন্তব্য Shantanu Sen removed from state medical council
সাম্প্রতিককালে বেশ কিছু বেফাঁস মন্তব্য করেছিলেন তিনি৷ এই পদক্ষেপ তারই ফলশ্রুতি কিনা, সেই প্রশ্ন উঠেছে৷ দিন কয়েক আগে শান্তনুকে সরানোর সুপারিশ করেন কাউন্সিলের সভাপতি ডাঃ সুদীপ্ত রায়। শেষ পর্যন্ত তাঁর সুপারিশই সিলমোহর দেয় রাজ্যের স্বাস্থ্য দফতর। তবে তাঁর জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়৷
প্রাথমিক প্রতিক্রিয়ায় শান্তনু সেন জানান, তাঁকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। তিনি বলেন, ‘‘আমাকে মুখ্যমন্ত্রী কাজ করার সুযোগ দিয়েছিলেন। আমি সেই মতো কাজ করছিলাম। কেউ কেউ আমার বিরুদ্ধে স্বাস্থ্যসচিবকে চিঠি দিয়ে মিথ্যা অভিযোগ করেছেন। আমাকে সেই চিঠি পাঠানো হয়নি। তবে আমি আমার বক্তব্য লিখিতভাবে স্বাস্থ্য সচিবকে জানিয়েছি।’’
প্রতিক্রিয়া জগন্নাথ চট্টোপাধ্যায়ের Shantanu Sen removed
রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে শান্তনুকে সরানোর খবরে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘ওটা তো প্রাইভেট লিমিটেড কোম্পানি। ওর আবার কোনও পদের দাম আছে না কি? শান্তনুবাবুর একটি কন্যাসন্তান আছে৷ তিনি আরজি করে পড়াশোনা করছেন। শান্তনুবাবু আরজি কর-কাণ্ডে সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন৷ ওঁকে তাঁরই মাশুল গুনতে হল।’
West Bengal: Shantanu Sen removed from the state medical council by the health department. Previously ousted as party spokesperson, speculations arise about his potential BJP affiliation. Recent controversial remarks may have led to this decision.