অ্যাডিলেডে (Adelaide) দিন-রাত্রের পিঙ্ক বলের টেস্ট (Pink Ball Test) ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রথমে পার্থ টেস্টে (Perth Test) দুর্দান্ত পারফর্ম্যান্সের পর, লোকেশ রাহুল (KL Rahul) আবারও ওপেনিংয়ে সুযোগ পেলেন। এর মাধ্যমে টিম ম্যানেজমেন্ট এবং দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) তাঁর ওপর আস্থা রেখেছেন। যদিও রোহিত শর্মা দলে ফিরলেও রাহুলকে ওপেনিং থেকে সরানোর কোনও পরিকল্পনা ছিল না। রাহুলের জন্য এই ম্যাচ ছিল তাঁর প্রতিশ্রুতি ও আত্মবিশ্বাসের পরীক্ষা। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে লড়াই করতে নামা রাহুলের জন্য পরিস্থিতি ছিল আরও চ্যালেঞ্জিং।
ইস্টবেঙ্গলে আসার কারণ কী বললেন অস্কার?
ভারতীয় দল টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। যশস্বী জসওয়ালের সঙ্গে ওপেন করতে নামেন রাহুল। তবে ম্যাচের প্রথম বলেই যশস্বী আউট হয়ে যাওয়ার ফলে চাপটা আরও বেড়ে যায়। রাহুলের সামনে তখন শুধুমাত্র নিজের পারফর্ম্যান্স নয়, দলের আস্থা এবং সমর্থনেরও প্রশ্ন ছিল। প্রথম কয়েকটি ওভারে রাহুল কোনো রান সংগ্রহ করতে পারেননি। তার ব্যাটে থাকা নীরবতা দেখার মতো ছিল, বিশেষ করে ৭টি ওভারে তিনি রানই করতে পারেননি।
দলের খেলায় যথেষ্ট খুশি পেট্র ক্র্যাটকি, কী বললেন?
এত চাপে থাকা সত্ত্বেও, রাহুল তার ধৈর্য বজায় রাখেন। মনের মধ্যে অদৃশ্য এক সংকল্প ছিল, যে চ্যালেঞ্জ তার জন্য একটি সুযোগ তৈরি করবে। সেই সুযোগের পালা ছিল আসন্ন, কারণ সে সময় অস্ট্রেলিয়ার পেস আক্রমণও তুঙ্গে ছিল।
সপ্তম ওভারে অস্ট্রেলিয়ার হয়ে বল করতে আসেন স্কট বোল্যান্ড। তখন উইকেট দাঁড়িয়ে কে এল রাহুল। প্রথম বলেই রাহুলের ব্যাটে এক অদৃশ্য ঝনঝন শব্দ শোনা যায় এবং উইকেটকিপার অ্যালেক্স কেরি মুঠো বন্দি করেন বলকে। পুরো স্টেডিয়াম তখন নিশ্চিত ছিল যে, রাহুল আউট হয়েছেন। তবে এক্ষেত্রে ভাগ্য রাহুলের পাশে দাঁড়ায়। বোল্যান্ড ওভার-স্টেপ করেছিলেন, ফলে সেটি নো-বল হয়ে যায়। ফলে আউট হলেও বেঁচে যান রাহুল। কিন্তু তাঁর আগেই মাঠ ছাড়ছিলেন ভারতের এই তারকা ব্যাটার। যা সকল দর্শককে তাক লাগিয়ে দিয়েছে।
‘KL’ucky Rahul! 😮💨#ScottBoland’s dramatic start to the #PinkBallTest: No-ball dismissal of #KLRahul on the first delivery and a dropped catch on the fifth ball! 🏏🎭
Will he make it BIG now? 👀#AUSvINDOnStar 2nd Test 👉 LIVE NOW on Star Sports! #AUSvIND | #ToughestRivalry pic.twitter.com/dCYLDKv2Pd
— Star Sports (@StarSportsIndia) December 6, 2024
আরও একবার সুযোগ পেয়ে, রাহুল দ্বিতীয়বার ব্যাটিংয়ের সুযোগ পান। ৭.৫ ওভারে, বোল্যান্ডের আরও একটি বল স্লিপে উসমান খোয়াজার হাত থেকে ফস্কে যায়। যদি সে ক্যাচটা ধরতে পারতেন, তাহলে ২৪ বল খেলে মাত্র ২ রানেই রাহুল সাজঘরে ফিরে যেতেন। তবে, খোয়াজার দুর্ভাগ্য এবং রাহুলের ভাগ্যবশত দ্বিতীয় জীবনও রাহুলকে কাজে লাগানোর সুযোগ দেয়।
চেন্নাইয়িন ম্যাচে খেলবেন হেক্টর? ইঙ্গিত দিলেন অস্কার
রাহুলের পক্ষে এই ম্যাচটা একটি গুরুত্বপূর্ণ সুযোগ ছিল—নিজেকে প্রমাণ করার। যখন দলের অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টের আস্থা তার ওপর ছিল, তখন তার দায়িত্ব ছিল সেই আস্থার মর্যাদা দেওয়া। তাতে অবশ্য কিছুটা ভাগ্যও রাহুলের সহায় হয়ে দাঁড়ায়। কিন্তু, রাহুল নিজে বুঝিয়ে দেন, যে কোন চাপের মধ্যেও তাঁর খেলা থেমে যায় না। শেষ পর্যন্ত সেই চাপের মধ্যে তিনি খেলে যান এবং দলের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তবে ৬৪ বলে ৩৭ রান করে মিচেল স্টার্কের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।