নয়াদিল্লি: রাজ্যসভায় হুলস্থূল৷ কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভির সিটের নীচ থেকে উদ্ধার নোটের বান্ডিল৷ এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল বেধেছে। তদন্তের দাবিতে সোচ্চার হয়েছে বিজেপি। (money found in seat allotted to singhvi)
সিংভির সাফাই money found in seat allotted to singhvi
রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর শুক্রবার সংসদে জানান, রুটিন অ্যান্টি-সাবোটেজ চেকিং-এর সময় ২২২ নম্বর আসনের তলা থেকে একটি নগদ নোটের বান্ডিল উদ্ধার হয়েছে৷ এই আসনিটি রাজ্যসভার কংগ্রেস সাংসদ তথা বর্ষীয়ান আইনজীবী অভিষেক মানু সিংভির জন্য বরাদ্দ৷ এই নোটের বান্ডিল কোথা থেকে এল তা খতিয়ে দেখা হচ্ছে৷ যদিও এই ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলেই দাবি করেছেন অভিষেক মনু সিংভি৷ তেলেঙ্গানার সাংসদ বলেন, ‘গোটা বিষয়টা শুনে আমি হতবাক৷ গতকাল ১২টা বেজে ৫৭ মিনিটে আমি রাজ্যসভায় যাই। ১ টার সময় সংসদের ক্যান্টিনে ঢুকি। আয়োধ্যাপ্রসাদর সঙ্গে ক্যান্টিনে বসে লাঞ্চ করি৷ দুপুর দেড়টা পর্যন্ত সেখানেই ছিলাম৷’’ তাঁর পকেটে একটি মাত্র ৫০০ টাকার নোট ছিল বলেও দাবি সিংভির৷
পাশে দাঁড়ালেন খাড়গে money found in seat allotted to singhvi
ওই প্যাকেট থেকে কত টাকা উদ্ধার হয়েছে তা জানা গেলেও, এই বিষয়টিকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে সংসদের উচ্চকক্ষ৷ সিংভি-র বিরুদ্ধে ময়দানে নামে বিজেপি৷ তবে বর্ষীয়ান সাংসদের পাশে দাঁড়ান কংগ্রেসের সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে৷ তিনি বলেন এখনও ঘটনার তদন্ত হয়নি৷ তার আগেই কেন কংগ্রেস সাংসদের নাম তোলা হচ্ছে৷ অভিষেক মনু সিংভিকে ফাঁসানোর চক্রান্ত চলছে বলেও দাবি করেন তিনি৷
Bharat: A cash bundle was found under Congress MP Abhishek Manu Singhvi’s seat in Rajya Sabha during routine checks. BJP demands an investigation. Singhvi denies any involvement, stating he was shocked by the discovery. Security measures are being reviewed.