রয় কৃষ্ণার আরোগ্য কামনায় ওডিশার ফুটবলপ্রেমীরা

বিগত কয়েক বছর ধরে ভারতীয় ক্লাব ফুটবলের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছেন রয় কৃষ্ণা (Roy Krishna)। একটা সময় এটিকে ফুটবল দলে যোগদান করে প্রথমবারের মতো…

Odisha FC Fans Rally Behind Roy Krishna's Recovery with Heartfelt Support Amid ACL Injury

বিগত কয়েক বছর ধরে ভারতীয় ক্লাব ফুটবলের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছেন রয় কৃষ্ণা (Roy Krishna)। একটা সময় এটিকে ফুটবল দলে যোগদান করে প্রথমবারের মতো ভারতে পা রেখেছিলেন ফিজির এই দাপুটে ফুটবলার। সেখান থেকেই নিজের জাত চেনানো শুরু। সময় এগোনোর সাথে সাথেই ফুটবলপ্রেমীদের নয়নের মণি হয়ে উঠতে থাকেন এই বিদেশি ফুটবলার। শুধুমাত্র এটিকে নয়। পরবর্তীতে এটিকে মোহনবাগানে যোগদান করে দলকে আইএসএল চ্যাম্পিয়ন করেছিলেন এই তারকা। কিন্তু পরের মরসুমেই তাঁকে দলে টেনে নিয়েছিল বেঙ্গালুরু এফসি।

সেখানেও নিজের দুরন্ত ছন্দে ধরা দিয়েছিলেন ফিজির এই ম্যাজিশিয়ান। যখনই সুযোগ পেয়েছেন গোলের মালায় বরণ করে নিয়েছেন প্রতিপক্ষ দলগুলিকে। যারফলে অনায়াসেই ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে উঠে গিয়েছিল বেঙ্গালুরু। সেই ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্স করেন রয় কৃষ্ণা। হেডে গোল করে দলকে এগিয়েও দিয়েছিলেন একটা সময়। যদিও শেষ রক্ষা করতে পারেনি সাইমন গ্ৰেসনের ছেলেরা। তবে এই দাপুটে ফরোয়ার্ড যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তাঁর সাক্ষী ছিল সকলেই।

কিন্তু পরের মরসুমেই তাঁকে রিলিজ করে দিয়েছিল বেঙ্গালুরু এফসি। শোনা গিয়েছিল ভারতীয় ক্লাব ফুটবলে ইতি টেনে নিজের দেশেই ফিরে যাবেন এই দাপুটে ফরোয়ার্ড। তবে শেষ মুহূর্তে সকলকে চমকে দিয়ে রয় কৃষ্ণাকে সই করিয়ে ফেলে সার্জিও লোবেরার ওডিশা এফসি। যারা নিঃসন্দেহে হতবাক করে দিয়েছিল সকলকে। তারপর গত সিজন থেকেই খেলে আসছেন জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাবের জার্সিতে। এইবার ও তাঁর অন্যথা হয়নি। বয়স কিছুটা বাড়লেও নিজের সেরাটা উজাড় করে দিতে চান সব সময়। যারফলে চলতি আইএসএলে বেশকিছু ম্যাচে জয় ও পেয়েছে ওডিশা।

Advertisements

কিন্তু হায়দরাবাদ ম্যাচের পর আর মাঠে নামা সম্ভব হয়নি এই হেভিওয়েট ফুটবলারের। চোটের কবলে পড়তে হয় রয় কৃষ্ণাকে। প্রথমদিকে তেমন কিছু বোঝা না গেলেও পরবর্তীতে সামনে আসে গোটা পরিস্থিতি। বর্তমানে এসিএল ইঞ্জুরিতে রয়েছেন ফিজির এই ফরোয়ার্ড। যারফলে চলতি সিজনে আর একটি ম্যাচ ও খেলতে পারবেন না এই তারকা ফুটবলার। যা নিঃসন্দেহে বিড়াট বড় ধাক্কা। তাঁর অনুপস্থিতি যথেষ্ট প্রভাব ফেলবে দলের আক্রমণভাগে। সব দিক মাথায় রেখেই বিকল্প খোঁজার কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট।

এসবের মাঝেই গত মুম্বাই ম্যাচে রয় কৃষ্ণার আরোগ্য কামনায় বিশেষ পোস্টার আনতে দেখা যায় ওডিশা সমর্থকদের। যেখানে লেখা ” গেট ওয়েল সুন লেজেন্ড অফ দ্যা লিগ।” তাঁদের এমন উদ্যোগ যথেষ্ট নজর কেড়েছে সকলের।