ঘরের মাঠে আটকে গেল ওডিশা, রেফারিং নিয়ে ক্ষোভ লোবেরার

তিন ম্যাচ পর ফের আটকে গেল ওডিশা এফসি (Odisha FC)। গত ম্যাচে বেঙ্গালুরু এফসিকে পরাজিত করার পর এদিন নিজেদের ঘরের মাঠে ও জয়ের ধারা বজায়…

Odisha FC Held to a Draw at Home Against Mumbai City

short-samachar

তিন ম্যাচ পর ফের আটকে গেল ওডিশা এফসি (Odisha FC)। গত ম্যাচে বেঙ্গালুরু এফসিকে পরাজিত করার পর এদিন নিজেদের ঘরের মাঠে ও জয়ের ধারা বজায় রাখার লক্ষ্য ছিল সার্জিও লোবেরার (Sergio Lobera) ছেলেদের। কিন্তু সেটা সম্ভব হলনা। নির্ধারিত সময়ের শেষে গোলশূন্য ফলাফলে মুম্বাই সিটি এফসির সঙ্গে ম্যাচ শেষ করল জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। দলের এই পারফরম্যান্সে কিছুটা হলেও হতাশ সকল ফুটবলপ্রেমীরা‌। এই ম্যাচে জয় পেলে অনায়াসেই পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে আসতে পারত ওডিশা। কিন্তু সেটা সম্ভব হয়নি। যারফলে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানেই থাকল দল।

   

বলাবাহুল্য এদিন রেফারির সিদ্ধান্ত নিয়ে বারংবার ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল স্প্যানিশ কোচ সার্জিও লোবেরাকে। যারফলে ম্যাচ চলাকালীন কার্ড ও দেখতে হয়েছিল তাঁকে। এছাড়াও এদিন চোট পেয়ে মাঠ ছাড়তে হয় দলের দাপুটে ডিফেন্ডার অময় রানওয়াডেকে‌। ঘরের মাঠে ম্যাচ থাকলেও প্রথম থেকে কিছুটা নড়বড়ে লাগছিল ওডিশা দলকে। সেই সুযোগ কাজে লাগিয়েই বারংবার আক্রমণে ওঠার চেষ্টা করতে থাকে মুম্বাই সিটি ফুটবল ক্লাব। যদিও গোলের মুখ খোলা খুব একটা সহজ ছিল না তাঁদের কাছে।

পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই শক্তি বাড়িয়েছে ওডিশা। বেশ কয়েকবার গোলের সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা দিয়াগো মাউরিসিও। কিন্তু সেটি নেটে রাখা সম্ভব হয়নি এই তারকা ফরোয়ার্ডের পক্ষে। নাহলে অনায়াসেই এগিয়ে যেতে পারত জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাব। কিন্তু সেটা সম্ভব হয়নি। যারফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই শক্তিশালী দলকে। তবে দলের এমন পারফরম্যান্স নিয়ে যথেষ্ট হতাশ সার্জিও লোবেরা।

ম্যাচ শেষে তিনি বলেন, ” আমাদের ছেলেরা এদিন যথেষ্ট আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করেছিল। কিন্তু গোলের সুযোগ নষ্ট করলে জয় পাওয়া মুশকিল। আমি এই ম্যাচ নিয়ে একেবারেই খুশি না। আমার ছেলেদের সাথে কথা বলবো। ওদের ভুল গুলো নিয়ে আলোচনা করতে হবে।” এছাড়াও পরবর্তী ম্যাচ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ” পরের ম্যাচ যথেষ্ট আলাদা হতে চলেছে। এবার ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে লড়াই করতে হবে। আমরা পরিকল্পনা মাফিক মাঠে নামবো।”