চেন্নাইয়িন ম্যাচে খেলবেন হেক্টর? ইঙ্গিত দিলেন অস্কার

নির্ধারিত সূচি অনুযায়ী আগামী শনিবার আইএসএলের নবম ম্যাচ খেলবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। অ্যাওয়ে ম্যাচে তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী চেন্নাইয়িন এফসির বিপক্ষে। গত ম্যাচে…

Hector Yuste East Bengal Oscar Bruzon

short-samachar

নির্ধারিত সূচি অনুযায়ী আগামী শনিবার আইএসএলের নবম ম্যাচ খেলবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। অ্যাওয়ে ম্যাচে তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী চেন্নাইয়িন এফসির বিপক্ষে। গত ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে জয় পাওয়ার পর আগত ম্যাচে দক্ষিণের এই ফুটবল ক্লাবের বিরুদ্ধে তিন পয়েন্ট ঘরে তুলতে চাইবেন অস্কার ব্রুজন। সেইমতো নিজের একাদশ সাজাতে চাইবেন এই স্প্যানিশ কোচ। তবে দলের ফুটবলারদের কার্ড সমস্যা যথেষ্ট চিন্তায় রাখছে সকলকে। বর্তমানে তিনটি করে হলুদ কার্ড দেখা রয়েছে দলের চার বিদেশি ফুটবলারের।

   

যাদের মধ্যে রয়েছেন হিজাজি মাহের থেকে শুরু করে ক্লেটন সিলভা, সাউল ক্রেসপো এবং হেক্টর ইউস্তের (Hector Yuste) মতো ফুটবলার। এই পরিস্থিতিতে যথেষ্ট সাবধানের সাথে ম্যাচ খেলতে চাইবেন সকলে। আগত এই অ্যাওয়ে ম্যাচে তাঁদের মধ্যে কেউ হলুদ কার্ড দেখলে পরবর্তীতে সে খেলতে পারবে না ওডিশা ম্যাচ। যারফলে মেজাজ স্থির রেখেই সফল হতে চাইবেন লাল-হলুদের নয়া হেডস্যার। পরিকল্পনা অনুযায়ী শুক্রবার সামান্য অনুশীলন সেরেই চেন্নাই উড়ে যাবে গোটা দল।

তাঁর আগে বৃহস্পতিবারের অনুশীলনে যথেষ্ট চনমনে থাকতে দেখা যায় দলের অধিকাংশ ফুটবলারদের। কিন্তু দলের আরেক স্প্যানিশ ফুটবলার হেক্টর ইউস্তে অনুপস্থিত থাকায় তাঁকে নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। তাহলে কি চেন্নাইয়িন ম্যাচে খেলবেন না দলের এই ভরসাযোগ্য সেন্টার ব্যাক? সেই নিয়ে উঠতে শুরু করেছিল একাধিক প্রশ্ন। অবশেষে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে হেক্টর প্রসঙ্গে মুখ খুললেন অস্কার।

কোচের কথা অনুযায়ী টানা ম্যাচ খেলার জন্য খুব একটা বিশ্রাম পাচ্ছেন না দলের ফুটবলাররা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিশ্রাম দেওয়া হয়েছিল এই বিদেশি ডিফেন্ডারকে। তিনি আশা করছেন আগামীকাল দলের অনুশীলনে যোগদান করবেন হেক্টর। তারপরেই হয়তো চেন্নাই উড়ে যাবেন ইউস্তে। কিন্তু আদৌ তিনি প্রথম একাদশে থাকবেন কিনা সেটা এখনও চূড়ান্ত হয়নি।