Bangladesh: কলকাতা-আগরতলা থেকে কূটনীতিক ফিরিয়ে নিল বাংলাদেশ সরকার

ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সংঘাত চলছে। সেই রেশ ধরে বাংলাদেশ (Bangladesh) সরকার তাদের কলকাতা দূতাবাসের হাইকমিশনারকে ফিরিয়ে নিল। এটি ভারতের উপর একটি কূটনৈতিক চাপ বলেই মনে করা…

ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সংঘাত চলছে। সেই রেশ ধরে বাংলাদেশ (Bangladesh) সরকার তাদের কলকাতা দূতাবাসের হাইকমিশনারকে ফিরিয়ে নিল। এটি ভারতের উপর একটি কূটনৈতিক চাপ বলেই মনে করা হচ্ছে। একইসঙ্গে আগরতলার দূতাবাস থেকে সহকারি হাইকমিশনারকেও ফিরে আসার নির্দেশ দিয়েছে বাংলাদেশের বিদেশ মন্ত্রক।

বাংলাদেশ বিদেশমন্ত্রক সূত্রে খবর, কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মো. আশরাফুল রহমান এবং আগরতলায় দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার আরিফ মোহাম্মদকে  অনির্দিষ্টকালের জন্য ঢাকায় ফেরার নির্দেশ পান।

   

বাংলাদেশের সংবাদপত্র ইত্তেফাক জানিয়েছে, ভারতের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে তাদের ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার নোটিশে সাড়া দিয়ে তারা ঢাকায় ফিরেছেন। এদিকে শীর্ষ দুই কূটনীতিক কর্মকর্তা ঢাকায় ফেরায় আপাতত ‘মাথা শূন্য’ অবস্থায় রয়েছে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ও আগরতলায় সহকারি হাইকমিশন।

উল্লেখ্য, বাংলাদেশি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় জেলে পাঠানোর ইস্যুতে ভারতে বিজেপিসহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন দাবি করেছে হিন্দু নির্যাতন চলছে। এই সংগঠনগুলির বিক্ষোভ চলছে। সেই রেশ ধরে কলকাতাস্থ বাংলাদেশ উপদূতাবাসের সামনে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বিক্ষোভ দেখান। আর বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরায় হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা সরাসরি আগরতলাস্থ বাংলাদেশ সহকারি দূতাবাসে ঢুকে হামলা করে। এই ঘটনায় তড়িঘড়ি ভারতের বিদেশমন্ত্রক বিবৃতি দিয়ে দু:খ প্রকাশ করে।

আগরতলার দূতাবাসে হামলার জেরে ঢাকায় নিযুক্ত  ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পাঠিয়ে ক্ষোভ জানানো হয়। পরে ভারতের রাষ্ট্রদূত জানান, দুই দেশের মধ্যে বন্ধুত্ব থাকবে।

বাংলাদেশের বিদেশ উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন আরও বলেছেন, ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির নেতৃত্বে প্রতিনিধিদল বাংলাদেশ-ভারত ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) পরবর্তী পর্বে যোগ দিতে চলতি মাসের মাঝামাঝিতে ঢাকা সফর করবেন

Bangladesh government withdraws diplomats from Kolkata and Agartala