গত বুধবার আইএসএলের অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদ এফসির মুখোমুখি হয়েছিল এফসি গোয়া। হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে দুই গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় নিশ্চিত করে মানোলো মার্কুয়েজের (Manolo Marquez) ছেলেরা। গাছিবাউলিতে এই জয়ের সুবাদে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে গোয়ার এই ফুটবল ক্লাব। তাঁদের উপরেই রয়েছে জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু এফসি। সমান সংখ্যক ম্যাচ খেলে দুই পয়েন্টের পার্থক্য রয়েছে তাঁদের সঙ্গে। বর্তমানে টানা পাঁচটি ম্যাচ অপরাজিত রয়েছে এফসি গোয়া।
Also Read | পাঞ্জাব ম্যাচে অনিশ্চিত মহামেডানের এই ডিফেন্ডার
ঘরের মাঠে ম্যাচ থাকায় প্রথম থেকেই যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছিল আয়ুষ অধিকারীরা। ম্যাচের প্রথম কোয়ার্টারের পর দ্বিতীয় কোয়ার্টারে ও যথেষ্ট আক্রমনাত্মক মেজাজে দেখা গিয়েছিল আইএসএল জয়ী এই ফুটবল দলকে। কিন্তু সঠিকভাবে সেটা কাজে লাগানো সম্ভব হয়নি। বারংবার তাঁদের আটকে যেতে হচ্ছিল সন্দেশ ঝিঙ্গানদের জমাটবাঁধা ডিফেন্সে। তবে পাল্টা আক্রমণ শানাতে ছাড়েনি গোয়া ব্রিগেড। প্রথমার্ধের তৃতীয় কোয়ার্টারে প্রতিপক্ষের জালে প্রথমবারের মতো বল জড়িয়ে আসেন উদান্তা সিং।
Also Read | আফগান মেয়েদের শিক্ষা অধিকার নিয়ে ‘বিস্ফোরক’ রশিদ খান
এই ভারতীয় মিডফিল্ডারের করা গোলে এগিয়ে যায় এফসি গোয়া। তারপর একেবারে শেষের দিকে গোল করে ব্যবধান বাড়িয়ে যান ইকের গ্যারেক্সোনা। শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় এফসি গোয়া। পরবর্তীতে এই ম্যাচ প্রসঙ্গে মানোলো মার্কুয়েজ বলেন, “ফুটবলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের স্কোর তবে আমরা যেভাবে খেলেছি, আমরা আরও ভালো খেলতে পারি। তবে কিছু সময় হায়দরাবাদ এফসি ভালো ফুটবল খেলেছে। ওরা বক্সে ঢুকে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেছে। তবে শেষ পর্যন্ত আমাদের ছেলেরা দক্ষতার সাথে সেগুলি প্রতিহত করতে পেরেছে।”
Also Read | গাছিবাউলিতে বাজিমাত মানোলোর, ফের পরাজিত হায়দরাবাদ
পাশাপাশি দলের গোলরক্ষক হৃতিক তিওয়ারির প্রশংসা করে তিনি বলেন, ” তিনি গত সিজনে আমাদের দলের তৃতীয় গোলরক্ষক ছিলেন এবং আমরা যখন মরসুম শেষ করেছিলাম, আমরা বলেছিলাম যে তাঁকে আরও উন্নতি করতে হবে। তাছাড়া কেউই বলতে পারে না কখন কাকে তৈরি থাকতে হয়। তাই লক্ষ্মীকান্ত কাট্টিমনি থেকে শুরু করে লারা শর্মার মতো ফুটবলার দলে থাকলেও চোট আঘাতের সমস্যা রয়ে গিয়েছে। তবে এই সময় হৃতিক প্রমাণ করছে যে সে আইএসএলে খেলতে কতটা প্রস্তুত। পাশাপাশি মাঠে নেমেও সে যথেষ্ট ভালো খেলছে। তাছাড়া সে খুব শান্ত প্রকৃতির। যা একজন গোলরক্ষক হিসেবে প্রচন্ড কার্যকরী।”