‘বঙ্গবন্ধুহীন’ বাংলাদেশী টাকা! কাগুজে নোটে পরিবর্তন আনছে ইউনূস সরকার

ঢাকা:  ব্যাপক ছাত্র আন্দোলনের জোয়ারে গদিচ্যুত শেখ হাসিনা৷  বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভার এখন মহম্মদ ইউনূসের হাতে৷ পদ্মাপারে পালাবদল হতেই বদলে গিয়েছে অভ্যন্তরীণ পরিস্থিতি৷ সরকারি দফতর…

Bangladesh Currency Change

ঢাকা:  ব্যাপক ছাত্র আন্দোলনের জোয়ারে গদিচ্যুত শেখ হাসিনা৷  বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভার এখন মহম্মদ ইউনূসের হাতে৷ পদ্মাপারে পালাবদল হতেই বদলে গিয়েছে অভ্যন্তরীণ পরিস্থিতি৷ সরকারি দফতর থেকে প্রকল্প, সব জায়গা থেকেই ছেঁটে ফেলা হচ্ছে বঙ্গবন্ধু-র অস্তিত্ব৷ পাঠ্যপুস্তক থেকেও বাদ পড়েছে মুজিবর রহমানের কৃতিত্বের কাহিনি৷ এবার আরও একধাপ এগিয়ে বাংলাদেশি মুদ্রা থেকেও বাদ পড়তে চলেছেন বঙ্গবন্ধু। বাংলাদেশের অর্থ মন্ত্রক মুজিবুর রহমানের ছবি ছাড়া নোট ছাপানোর প্রস্তাব করেছে। তবে এখনও কার্যকর সেই সিদ্ধান্ত কর্যকর হয়নি৷ বাজারে আসেনি নতুন নোট৷ (Bangladesh Currency Change)

চারটি নোটে বদল Bangladesh Currency Change

বঙ্গবন্ধু শেখ রহমান হলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি৷ ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশ গঠিত হওয়ার পর থেকেই সে দেশের কাগুজে নোট জায়গা পায় তাঁর ছবি৷ কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বদলাতে চলেছে সেই নোট৷ ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের নকশায় বদল আসতে চলেছে বলেই সূত্রের খবর। নতুন নোটে জায়গা পাবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্যের প্রতীক এবং ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’।

   

নতুন নোটে কোন ছবি? Bangladesh Currency Change

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক ও অর্থমন্ত্রকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অধুনা নোট থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে। প্রাথমিকভাবে চারটি নোটের ডিজাইনে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পরবর্তী কালে সব ধরনের নোটের নকশাই বদলে ফেলা হবে। 

গত অগাস্ট মাসে বাংলাদেশের ছাত্র আন্দোলন গণআন্দোলনের রূপ নেয়৷ প্রবল বিক্ষোভের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে, বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সেইদিন গোটা বিশ্ব দেখেছিল ছাত্রদের তাণ্ডব৷ বেপরোয়া ভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশের জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মূর্তি। বাংলাদেশের বুক থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলতে এবার নোট পরিবর্তনের সিদ্ধান্ত নিল ইউনূস সরকার। অর্থ মন্ত্রকের নির্দেশ আসার পর বাংলাদেশ ব্যাঙ্কের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটির সদস্যরা নতুন ছবি সুপারিশ করবেন।

 

Bangladesh: Bangladesh‘s interim government led by Mohammad Yunus initiates changes, including removing Sheikh Mujibur Rahman’s image from currency.