Royal Enfield, BSA-কে টেক্কা দিতে ২০২৫-এ হিরো আনছে নতুন স্ক্র্যাম্বলার বাইক

৪৪০ সিসি সেগমেন্টে একের পর এক বাইক এনে ক্রেতাদের মাতিয়ে রাখতে উদ্যেগী হিরো মোটোকর্প (Hero MotoCorp)। এবারে সংস্থা নিজেদের লাইনআপে আরও এক মজেল সংযোজিত করতে…

Hero Mavrick 440 Scrambler launching soon

short-samachar

৪৪০ সিসি সেগমেন্টে একের পর এক বাইক এনে ক্রেতাদের মাতিয়ে রাখতে উদ্যেগী হিরো মোটোকর্প (Hero MotoCorp)। এবারে সংস্থা নিজেদের লাইনআপে আরও এক মজেল সংযোজিত করতে চলেছে। Mavrick 440-এর স্ক্র্যাম্বলার ভার্সন আনতে চলেছে হিরো। ২০২৫-এ বাইকটি Hero Mavrick 440 Scrambler নামে বাজারে আসবে। বর্তমানে সেই প্রস্তুতিই চালাচ্ছে হিরো। কেমন বৈশিষ্ট্য থাকবে এই বাইকে চলুন দেখে নেওয়া যাক।

   

হিরো আনছে Vida V2 Pro এবং V2 Plus নতুন সংস্করণ, আরও বেশি রেঞ্জ এবং পারফরম্যান্স

Hero Mavrick 440 Scrambler: উন্নত হার্ডওয়্যার এবং নতুন ডিজাইন

সম্প্রতি একটি ফাঁস হওয়া ছবিতে Mavrick 440-এর নতুন ভ্যারিয়েন্টটিকে দেখা গেছে। যা স্পষ্ট ইঙ্গিত দেয় যে Hero Mavrick 440 Scrambler-এর উন্নয়ন কার্য চলছে। এই মডেলটি স্ট্যান্ডার্ড Mavrick 440-এর উপর ভিত্তি করে তৈরি হলেও এতে বেশ কিছু নতুন হার্ডওয়্যার যোগ করা হয়েছে।

Triumph Scrambler 400X-এর সস্তার ভ্যারিয়েন্ট শীঘ্রই আসছে, জোরকদমে চলছে টেস্টিং

ছবিতে এও দেখা গেছে, Hero Mavrick 440 Scrambler-এ একটি হ্যান্ডেলবার ব্রেস, ছোট উইন্ডস্ক্রিন, ফর্ক গেইটার, নতুন ধরনের চাকা এবং একটি ফ্ল্যাটার সিট থাকবে। ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনেও পরিবর্তন আনা হয়েছে। যা Scrambler-এর চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সিটের নিচে সাইড প্যানেলগুলিতেও ভিন্নতা পরিলক্ষিত হয়েছে।

ইঞ্জিন এবং পারফরম্যান্স

Hero Mavrick 440 Scrambler-এ থাকবে একটি ৪৪০ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার-কুল্ড ইঞ্জিন। যা ২৬ বিএইচপি শক্তি এবং ৩৬ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এই ইঞ্জিনটি একটি ছয়-গতির গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। তবে Scrambler-এর অফ-রোডিং বৈশিষ্ট্য বাড়াতে Hero গিয়ার রেশিও-তে পরিবর্তন আনতে পারে।

বাজার কাঁপাতে ২০২৫-এ নতুন স্ক্র্যাম্বলার বাইক আনছে বিএসএ, কেমন হবে দেখুন

হিরো মোটোকর্প তাদের এই নতুন Scrambler মডেলটি ২০২৫ সালে অনুষ্ঠিত হতে চলা ভারত মোবিলিটি শো-তে (Bharat Mobility Show) প্রদর্শন করবে বলে আশা করা হচ্ছে। পরে লঞ্চের সময় আনুষ্ঠানিকভাবে এর মূল্য ঘোষণা করা হবে।