Sandakhphu: সান্দাকফুর টুমলিঙ থেকে নামার সময় দুর্ঘটনায় মৃত্যু দূর্গানগরের তরুনীর

পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে সান্দাকফু (Sandakhphu) ট্রেকের জন্য অনেকেই ভিড় করেন। তবে, এবার এই জনপ্রিয় গন্তব্যে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। টুমলিঙ (Tumling) থেকে নামার…

Kolkata girl from Durganagar died in Tumling by road accident while returning from Sandakhfu

পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে সান্দাকফু (Sandakhphu) ট্রেকের জন্য অনেকেই ভিড় করেন। তবে, এবার এই জনপ্রিয় গন্তব্যে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। টুমলিঙ (Tumling) থেকে নামার সময় প্রাণ হারিয়েছেন উত্তর ২৪ পরগনার দুর্গানগরের বাসিন্দা অঙ্কিতা ঘোষ (২৪)। পরিবারের কাছে খবর পৌঁছানোর পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 

বাংলাদেশে ‘হিন্দু-নিধনে’ উদ্বিগ্ন ব্রিটেন, ইউনুসের বিরুদ্ধে ‘ক্ষোভ’ প্রকাশ শাসক-বিরোধী দু’পক্ষের। 

   

অঙ্কিতা এবং তাঁর সঙ্গীরা গত সপ্তাহে সান্দাকফুর ট্রেকের জন্য রওনা দেন। পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, পাহাড়ের প্রতি অঙ্কিতার ভালোবাসা ছিল অপরিসীম। এই ট্রেকের জন্য তিনি অনেকদিন ধরে পরিকল্পনা করছিলেন। বন্ধুদের সঙ্গে সান্দাকফু এবং টুমলিঙের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সময় সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু নামার পথে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। 

বাংলাদেশে হিন্দু-নিধন, অশান্তির আবহে জিয়ার বাসভবনে পাক রাষ্ট্রদূত, ‘চক্রান্তে’ নজর ভারতের

টুমলিঙ থেকে নামার সময় পাহাড়ি পথে পা হড়কে গভীর খাদে পড়ে যান অঙ্কিতা। তৎক্ষণাৎ তাঁর সঙ্গীরা স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকর্মীদের খবর দেন। ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর তাঁকে উদ্ধার করা হয়। তবে, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। উদ্ধারকারী দলের মতে, গুরুতর আঘাতের ফলে ঘটনাস্থলেই অঙ্কিতার মৃত্যু হয়। 

কিমের মদতে কমিউনিস্টরা দেশ দখল করতে চায়? অস্থির দক্ষিণ কোরীয়া

এই দুর্ঘটনার খবর অঙ্কিতার পরিবারে পৌঁছানোর পর থেকে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। অঙ্কিতার বাবা-মা এই খবর মেনে নিতে পারছেন না। প্রতিবেশীরাও স্তব্ধ। পরিবারের সদস্যরা জানিয়েছেন, অঙ্কিতা ছিলেন অত্যন্ত প্রাণবন্ত এবং সবসময় নতুন কিছু করার প্রতি আগ্রহী। তাঁর অকালপ্রয়াণে তাঁরা গভীরভাবে শোকাহত। 

Sandakphu: Sandakphu, a popular trekking destination, witnessed a heartbreaking incident recently. Ankita Ghosh, a 24-year-old resident of Durganagar, North 24 Parganas, lost her life while descending from Tumling. The news of her untimely death has cast a pall of gloom over her family and community. https://ekolkata24.com/