কলকাতা: বছর শেষে সিনেপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে৷ কলকাতায় শুরু হয়ে গেল ৩০ তম ফিল্মোৎসব৷ বুধবার ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচনা হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF)৷ (Kolkata International Film Festival)
ধন্যধান্য অডিটোরিয়ামে চাঁদের হাট Kolkata International Film Festival
এদিন ধন্যধান্য অডিটোরিয়ামে বসেছিল চাঁদের হাট৷ বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন তারকা ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়৷ দেখা গেল জাভেদ আখতার, শাবানা আজমি, শত্রুঘ্ন সিনহার মতো বলিউড ব্যক্তিত্বদেরও৷ মুখ্যমন্ত্রীর আহ্বানে হাজির হয়েছিল প্রায় গোটা টলিউড৷ সকলকে সঙ্গে নিয়েই প্রদীপ প্রজ্জ্বলন করে KIFF-এর উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী পাশে ছিলেন তারকা সাংসদ দেবও।
থিম সং লিখেছেন খোদ মুখ্যমন্ত্রী Kolkata International Film Festival
এই বছর চলচ্চিত্র উৎসবের থিম সং লিখেছেন খোদ মুখ্যমন্ত্রী৷ গানে কন্ঠ দিয়েছেন নচিকেতা চক্রবর্তী। এই বছর KIFF-এর উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব ছিল যিশু সেনগুপ্ত এবং জুন মালিয়ার উপর। মুখ্যমন্ত্রীর লেখা গানে ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে হয় চলচ্চিত্র উৎসবের শুভ সূচনা৷ এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা জানালেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র।
কোন বিভাগে কটি ছবি Kolkata International Film Festival
চলতি বছর প্রতিযোগিতা বিভাগে ২৪৫৯টি ছবির মনোনয়ন জমা পড়েছিল। তার মধ্যে বেছে নেওয়া হয়েছে ৪২টি পূর্ণ দৈর্ঘের ফিচার ছবি, ৩০টি স্বল্প দৈর্ঘের ছবি ও তথ্যচিত্রকে। নন কম্পিটিশন বিভাগে দেখানো হবে ১০৩টি ছবি। এ বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি হল ফ্রান্স। তাই এবার KIFF-এ জায়গা করে নিয়েছে ২১টি ফারিসি ছবি৷ বুধবার বিকেল সাড়ে ৫টায় তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’ ছবি দিয়ে ধনধান্য অডিটোরিয়ামে শুরু হয়ে গেল ফল্মোৎসব৷
Entertainment: The 30th Kolkata International Film Festival (KIFF) kicks off with a grand inauguration by CM Mamata Banerjee at Dhanadhanyo Auditorium. Special guests include Sourav Ganguly, Javed Akhtar, and Shabana Azmi. The festival features films from 42 countries.