মুম্বই: সাত পাকে বাঁধা পড়তে চলেছেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা৷ আজ, রাতেই এক হবে চার হাত৷ দুই প্রিয় তারকার বিয়ে দেখতে মুখিয়ে রয়েছেন তাঁদের অনুরাগীরা৷ রাত ৮টা বেজে ১৫ মিনিটে রয়েছে বিয়ের লগ্ন৷ হায়দ্রাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে বসবে জমকালো বিয়ের আসর৷ দক্ষিণী বিয়ের রীতি মেনেই সম্পন্ন হবে বিবাহ অনুষ্ঠান৷ টানা ৮ ঘণ্টা ধরে চলবে বিয়ের অনুষ্ঠান৷ হাই প্রোফাইল বিয়েকে কেন্দ্র করে আঁটোসাটো নিরাপত্তা গোটা স্টুডিয়োয়৷ আমন্ত্রিতরা ছাড়া যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে, সে দিকে কড়া নজর রয়েছে নিরাপত্তারক্ষীদের। (naga chaitanya sobhita wedding)
মন খারাপ সামান্থার ভক্তদের naga chaitanya sobhita wedding
সন্ধে থেকেই শুরু হয়ে যাবে অনুষ্ঠান। নাগা-শোভিতার মালাবদলের জন্য চেন্নাই থেকে আসছে বিশেষ ফুল। একদিকে নাগা-শোভিতার বিয়ে নিয়ে যখন উন্মাদনা তুঙ্গে, তখন মন খারাপ সামান্থা রুথ প্রভুর ভক্তদের৷ প্রাক্তন স্বামী নাগা চৈতন্যর স্মৃতি এখনও ঘিরে রেখেছে সামান্থাকে৷ তাঁদের বিয়ের ছবিও সযত্নে আগলে রেখেছেন অভিনেত্রী৷
বিয়ের পর কোথায় যাবে নবদম্পতি naga chaitanya sobhita wedding
নাগা-শোভিতার ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর মধুচন্দ্রিমা নয়, মন্দিরে পুজো দিতে যাবে নবদম্পতি। তিরুপতি মন্দির অথবা শ্রীসাইলম মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের৷ সেই সূত্র মারফতই জানা গিয়েছে, “রীতি মেনেই বিয়ের পর নাগা ও শোভিতা সবার আগে মন্দিরে গিয়ে পুজো দেবেন। ঈশ্বরের আশীর্বাদ নিয়ে শুরু হবে তাঁদের নতুনন জীবন৷ সম্ভবত তিরুপতি বালাজি মন্দির অথবা শ্রীসাইলম মন্দিরে পুজো দিতে যাবে এই তারকা জুটি।”
ইঙ্গিতপূর্ণ পোস্ট সামান্থার naga chaitanya sobhita wedding
নাগার সঙ্গে বিচ্ছেদের পর প্রকাশ্যে চোখের জল ফেললেও, পুরনো সম্পর্ক নিয়ে সে ভাবে কখনই মুখ খোলেননি সামান্থা৷ নাগার বিয়ে নিয়েও সেভাবে কোনও মন্তব্য করেননি। তবে এবার নাগার বিয়ের দিন ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেন তাঁর প্রাক্তন। লিখলেন, ‘‘যেখানে অপমানিত হবে, সেখানে চুপ থেকো না, লড়ে যাও!” সঙ্গে দিলেন একটি বাচ্চা মেয়ে ও একটি বাচ্চ ছেলের লড়াইয়ের ছবি৷
Entertainment: Naga Chaitanya and Sobhita Dhulipala tie the knot today, Dec 4, 2024, at Annapurna Studios, Hyderabad. Wedding muhurat is set for 8:15 PM. Fans eagerly await the ceremony, while Samantha Ruth Prabhu’s fans express concern over her reaction.