কলকাতা: ঘূর্ণিঝড়ের প্রভাব কাটিয়ে ফর্মে ফিরছে শীত৷ সপ্তাহান্তেই শুরু হয়ে যাবে শীতের ধুন্ধুমার ব্যাটিং৷ তেমনটাই জানাচ্ছে হাওয়া অফিস৷ আগামী কয়েক দিন কেমন থাকবে শহর তথা রাজ্যের আবহাওয়া? চলুন দেখা যাক৷ আর সেই মতে সেরে ফেলুন ঘোরার প্ল্যান৷ (winter returns Kolkata)
বুধবার কেমন থাকবে আবহাওয়া winter in kolkata
আজ, বুধবার, সকাল থেকেই রোদ ঝলমলে আকশ৷ ৪ ডিসেম্বর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৪৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮.৯৭ ডিগ্রি সেলসিয়াস৷ বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৩৯ শতাংশ৷ বাতাসের গতি থাকবে ৩৯ কিমি/ঘণ্টা।
বৃহস্পতিবারের আপডেট winter in kolkata
আগামীকাল, অর্থাৎ বৃহস্পতিবার, মহানগরীর সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে যথাক্রমে ১৮.৮৮ ডিগ্রি সেলসিয়াস এবং ২৯.৬১ ডিগ্রি সেলসিয়াস৷ আগামীকাল বাতাসে আর্দ্রতার থাকবে প্রায় ২৫ শতাংশ৷
কোথায় কেমন ঠান্ডা
আজ কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও, জেলায় জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে৷ দার্জিলিং-এ তুষারপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ বিভিন্ন জেলায় তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি কমতে পারে৷ সপ্তাহান্তে চার থেকে পাঁচ ডিগ্রি নামতে পারে শহরের পারদ৷ আজ দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে৷ আগামী সোমবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ পরবর্তী তিন দিনে রাজ্যের প্রায় প্রতিটি জেলারই তাপমাত্রা কমবে৷ বেশ ভালো ভাবেই মালুম হবে শীতের কামর৷
West Bengal: Winter returns to Kolkata post-cyclone, with sunny skies and cooler temperatures. Alipur Met Office predicts mild weather throughout the week, perfect for outdoor plans. Maximum temperature to hover around 29.45°C, minimum at 18.97°C.