Virat Kohli : আরসিবির অধিনায়কের দায়িত্বে বিরাট নন, রয়েছেন তাঁর সতীর্থ!

আইপিএল ২০২৫-এর (IPL 2025) আসর শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি। কয়েক দিন আগেই সৌদি আরবের জেদ্দায় আইপিএলের মেগা নিলাম (IPL Mega Auction) অনুষ্ঠিত…

virat-kohlis-friend-krunal-pandya-is-may-be-new-captain-of-rcb

short-samachar

আইপিএল ২০২৫-এর (IPL 2025) আসর শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি। কয়েক দিন আগেই সৌদি আরবের জেদ্দায় আইপিএলের মেগা নিলাম (IPL Mega Auction) অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেট খেলোয়াড়দের ভাগ্য খুলেছে। এমন সময়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) তাদের নতুন অধিনায়ক (New Captain) ঘোষণা করতে চলেছে, যা ক্রিকেট দুনিয়ায় নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। প্রধানত এই আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর হাতেই কি পুনরায় অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হবে। সেই নিয়েও গুঞ্জন চলছে আরসিবি ভক্তদের মধ্যেও।

   

Manolo Marquez : শততম ম্যাচে কোচিংয়ের আগে হায়দরাবাদ প্রসঙ্গে ‘বিস্ফোরক’ মানোলো মার্কুয়েজ

গত মরশুমে প্লে-অফে পৌঁছে পুরো ক্রিকেট বিশ্বকে চমকে দেয় আরসিবি। তবে, এবার বড় সিদ্ধান্ত নিয়ে ডু প্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েলকে ছেড়ে দেওয়া হয়েছে, যা অনেকেই এই বিষয়টাকে অবাক করে দেখেছিলেন। এদিকে, ইতিমধ্যেই দলের তরুণ ভারতীয় ক্রিকেটারদের উপর বেশি জোর দিয়েছে বেঙ্গালুরু। টিম ম্যানেজমেন্ট বিরাট কোহলি এবং রাজাত পাতিদারকে রিটেন করেছে, যা পরবর্তী মরশুমে তাঁদের শক্তি বাড়াবে। যদিও সামাজিক মাধ্যমে অনেকেই ধারণা করছেন যে বেঙ্গালুরু এবার নতুন কোনো মুখকে অধিনায়ক হিসেবে বেছে নিতে পারে।

Dempo SC : আইলিগে বাভোভিচের গোলে ভয়ঙ্কর ঘটনা ঘটল ডেম্পো এসসির

বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে বিরাটদের দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব নিতে পারেন ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya)। ৫.৭৫ কোটি দিয়ে আইপিএল ২০২৫ নিলামে তাঁকে দলে নিয়েছে বেঙ্গালুরু। আইপিএলে লখনউ সুপারজায়ান্টসের হয়ে খেলা ক্রুনাল পান্ডিয়া ইতিমধ্যে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন। ২০২৩ মরশুমে লখনউ সুপার জায়ান্টসের হয়ে ছয়টি ম্যাচে নেতৃত্ব দিয়ে তিনটি ম্যাচে জয় নিশ্চিত করেছিলেন তিনি।

Khalid Jamil : সিভেরিওকে নিয়ে কোন কারণে ‘ভূয়সী প্রশংসা’ খালিদ জামিলের

ক্রুনাল পান্ডিয়ার অধিনায়কত্ব নিয়ে খবর এমন সময়ে সামনে এসেছে, যখন তার ভাই হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক। ফলে, অনেকেই মনে করছেন যে, হার্দিকের পদাঙ্ক অনুসরণ করে ক্রুনাল পান্ডিয়া হয়তো আরসিবিকে নেতৃত্ব দেবেন।

Indian Cricket Team : রোহিত-শুভমন কাঁদের পরিবর্তে? এক নজরে ভারতের সম্ভাব্য একাদশ

পান্ডিয়া পরিবারের আইপিএলে দুই ভাইয়ের সফল কেরিয়ার এবং অধিনায়কত্বের দক্ষতা একাধিকবার আলোচনার বিষয় হয়েছে। ক্রুনাল পান্ডিয়া নিজের কেরিয়ারে বহু ম্যাচে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। পাশাপাশি, তার নেতৃত্বের স্কিলও বেশ প্রশংসিত হয়েছে। তাই তাঁর নতুন দলের টিম ম্যানেজমেন্ট যদি তাকে অধিনায়ক হিসেবে বেছে নেয়, তবে তা অনেকটা লজিক্যাল সিদ্ধান্ত হবে।

Kolkata Marathon : টাটার কলকাতা ম্যারাথনে বিশেষ চমক, কে কে থাকবেন রইল তালিকা

এখন শুধু সময়ের অপেক্ষা, আইপিএল ২০২৫-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন অধিনায়ক হিসেবে কে হন, তা জানার জন্য।