Promita-Rudrajit: ‘প্রমিতার জন্মদিনের প্ল্যান করছে অন্য কেউ’ আমি না

জন্মদিন হোক আর প্রেমের দিন স্ত্রীকে সারপ্রাইজ দিতে খুব ভালবাসেন রুদ্রজিৎ। কিন্তু এবছর প্রমিতার জন্মদিনে কোনও প্ল্যান করেননি তিনি। বরং জানিয়ে দিলেন, ‘আমি না এবছর…

promita-birthday-plan

জন্মদিন হোক আর প্রেমের দিন স্ত্রীকে সারপ্রাইজ দিতে খুব ভালবাসেন রুদ্রজিৎ। কিন্তু এবছর প্রমিতার জন্মদিনে কোনও প্ল্যান করেননি তিনি। বরং জানিয়ে দিলেন, ‘আমি না এবছর অন্যকেউ প্রমিতার (Promita) জন্য সারপ্রাইজ প্ল্যান করছেন’। কিন্তু কেন এমন বললেন তিনি। আসলে কিছু না। রুদ্রের মা রয়েছেন এখন রয়েছেন কলকাতায়। আদরের বউমার জন্মদিনে সব নিজের হাতে করতে চান তিনি। মা-এর ইচ্ছার গুরুত্ব দিতে এবছর বরের তরফ থেকেএ নো সারপ্রাইজ। অভিনেতা বলেন, ‘ মা ওর জন্য পায়েস বানিয়েছে। কেকও কিনে এনে রেখেছেন, ঘর সাজাচ্ছেন। শ্যুটিং সেরে বাড়ি ফিরে দরজা খুলতেই প্রমিতা শক হয়ে যাবে’।

Advertisements

অন্যদিকে প্রমিতা জানিয়েছে, ‘জন্মদিনে শ্যুটিং সেটে রঙ্গনের হাতেই কেক খাবে সে। তারপর শ্যুটিং সেরে মা (শাশুড়ি)-কে নিয়ে বাপের বাড়ি যাব। মা-বাবার কাছে। তারপর সেখানেই কেক কাটা, খাওয়া দাওয়া হবে। এর চেয়ে বেশি আর কিছু জানি না।’ 

   

সুরের টানের পর্দায় ফিরছেন রুদ্রজিৎ ও প্রমিতা। প্রায় দু’বছর পর ফের ছোটপর্দায় একসঙ্গে দেখা যাচ্ছে তাদের। জি বাংলার ‘সাত ভা চম্পা’য় ‘পারুল’ দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, তা দম্পতির অ্যাখা পেয়েছে। গত বছর সংসার শুরু করেছেন রুদ্র-প্রমিতা। সামনেই বিবাহবার্ষিকী। ঠিক তার আগে তাঁদের বড় উপহার দিল জি বাংলা! সম্প্রতি চ্যানেলের নতুন ধারাবাহিক ‘পিলু’-তে রুদ্রজিৎ-প্রমিতা দেখা দিচ্ছেন একসঙ্গে।

Advertisements

অন্যদিকে, মৈনাক ভৌমিক পরিচালিত নতুন ছবি ‘মিনি’-র সৌজন্যে প্রথমবার বড়পর্দায় পা রাখছেন রুদ্রজিৎ। সোশ্যাল মিডিয়ায় ‘মিনি’-র চিত্রনাট্য নিয়ে একটি ছবিও পোস্ট করেছিলেন তিনি । শ্যুটিংয়ের প্রথমদিন অভিজ্ঞতা শেয়ার করেন রুদ্রজিৎ, বলেন ‘এতদিন ছোটপর্দায় কাজ করেছি। বড়পর্দায় আমার প্রথম ছবি, প্রথম শট। কিন্তু বেশি ভাবলে ফ্লোরে নার্ভাস হয়ে পড়ব। আমি শট নিয়ে কিছু ভাবিনি। বরং শটে যাওয়ার আগে ক্যান্ডি ক্রাশ খেলছিলাম মোবাইলে। আমার কোনও সমস্যাই হয়নি। আজ ফ্লোরেই মৈনাকদার সঙ্গে প্রথম আলাপ হল। উনি একজন ভালো পরিচালক, তার চেয়েও বেশি একজন ভালো মানুষ। প্রথমদিন কাজ করেই একটা সহজ ব্যাপার তৈরি হয়ে গিয়েছে।’