সিমেস্টার পদ্ধতিতে হবে পরীক্ষা! ফের উচ্চ মাধ্যমিকের সিলেবাসে বদল আনল সংসদ

কলকাতা: ফের উচ্চ মাধ্য়মিক পরীক্ষার সিলেবাসে বদল৷ ছাত্রছাত্রীদের সুবিধার্থে পাঠ্যসূচিকে আরও সহজ করার উদ্যোগ নিয়েছে শিক্ষা দফতর। এবার থেকে সেমিস্টার পদ্ধতিতে হবে পরীক্ষা৷ সেই ব্যবস্থা…

higher secondary syllabus change

কলকাতা: ফের উচ্চ মাধ্য়মিক পরীক্ষার সিলেবাসে বদল৷ ছাত্রছাত্রীদের সুবিধার্থে পাঠ্যসূচিকে আরও সহজ করার উদ্যোগ নিয়েছে শিক্ষা দফতর। এবার থেকে সেমিস্টার পদ্ধতিতে হবে পরীক্ষা৷ সেই ব্যবস্থা চালু করতেই উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে এই বদল বলে জানিয়েছে সংসদ৷ (higher secondary syllabus change)

জাতীয় শিক্ষানীতি অনুযায়ী বদল  higher secondary syllabus change

জাতীয় শিক্ষানীতি অনুযায়ী একাদশ ও দ্বাদশের পাঠ্যক্রমে বদল আনা হয়েছে৷  এবার থেকে মোট চারটি সিমেস্টারে একাদশ ও দ্বাদশের পাঠক্রম ভাগ করেছে শিক্ষা সংসদ। একাদশ শ্রেণির দু’টি সিমেস্টারের দায়িত্বই থাকবে স্কুলের উপর। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির দু’টি সিমেস্টার নেবে সংসদ।

   

সিমেস্টার পদ্ধতি চালু 

দায়িত্বভার গ্রহণ করার পরই সাংবাদিক বৈঠক করে সিমেস্টার পদ্ধতি চালু করার কথা ঘোষণা করেছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সেই উদ্দেশে একটি কমিটিও গঠন করেছিলেন তিনি৷ ওই কমিটির রিপোর্টের ভিত্তিতেই সিলেবাসে বদল আনা হচ্ছে৷ 

দ্বাদশ শ্রেণির দুটি সেমিস্টার মিলিয়েই মূল্যায়ন

দ্বাদশ শ্রেণির দুটি সেমিস্টার মিলিয়েই উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন করবে সংসদ। এর আগেও একবার সিলেবাস বদল করা হয়েছে৷ কিন্তু পরিবর্তিত সিলেবাসও অধিকাংশ পরীক্ষার্থীদের কাছে কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। পড়ুয়াদের কাছে কোনও অসুবিধা না হয়, সেই উদ্দেশেই সিলেবাস আরও সহজ করে দিল সংসদ। বছরের শুরুতেই পরিবর্তিত সিলেবাস প্রকাশিত হবে৷ 

 

Education-Career: West Bengal Board revises Higher Secondary syllabus to simplify curriculum for students. The exams will now follow a semester system. This change aims to make learning more manageable and efficient for students.