কলকাতা: বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের সিদ্ধান্তকে সমর্থন করার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবারও তাঁর মুখে শোনা যায় একই কথা৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি না৷’ সেই সঙ্গে তাঁর আর্জি, বাংলাদেশে শান্তিসেনা (পিস কিপিং ফোর্স) পাঠানোর জন্য রাষ্ট্রপুঞ্জের সঙ্গে কথা বলুক নরেন্দ্র মোদী সরকার৷ সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের প্রস্তাব, বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে আর্জি জানাক। এই বিষয়টি রাষ্ট্রপুঞ্জের নজরে আনা হোক৷ এ নিয়ে বিবৃতি দিন প্রধানমন্ত্রী৷ ” (Mamata Wants UN Force In Bangladesh)
কী বললেন মমতা? Mamata Wants UN Force In Bangladesh
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন সময় এই প্রস্তাব রাখলেন, যখন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেসের তিন হিন্দু পুরোহিতের গ্রেফতারির খবরে উত্তাল এপার বাংলা৷ তিনি আরও বলেন, “আমাদের পরিবার… সম্পত্তি… এবং প্রিয়জনরা বাংলাদেশে আছেন। আমরা ভারত সরকারের যে কোনও অবস্থানই মেনে নেব… কিন্তু বিশ্বের যে কোনও প্রান্তেই হোক না কেন, আমরা ধর্মীয় কারণে নৃশংসতার চরম নিন্দা করি৷ কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, এই বিষয়ে হস্তক্ষেপ করুক৷’’
ইসকন নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর Mamata Wants UN Force In Bangladesh
সোমবার রাজ্য বিধানসভায় বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি কলকাতার ইসকন ইউনিটের প্রধানের সঙ্গে কথা বলেছেন৷ তাঁদের সহানুভূতি ও সমর্থন জানিয়েছেন। তিনি আরও বলেন, ‘‘যদি বাংলাদেশে ভারতীয়দের ওপর আক্রমণ করা হয়, তাহলে আমরা তা সহ্য করতে পারব না। আমরা আমাদের মানুষদের ফিরিয়ে আনতে পারি।”
প্রধানমন্ত্রী-বিদেশমন্ত্রীর বিবৃতি দাবি
এর পাশাপাশি বাংলাদেশ নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতিও দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বাংলাদেশ নিয়ে সংসদে বিবৃতি দিন প্রধানমন্ত্রী। তাঁর কোনও অসুবিধা থাকলে, এ বিষয়ে বিদেশমন্ত্রী বিবৃতি দিন।”
মুখ্যমন্ত্রী এদিন সাফ জানান, তিনি অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কোনও চেষ্টা করছেন না৷ তিনি স্মরণ করিয়ে দেন যে, বাংলাদেশী মৎসজীবীরা যখন ভুলবশত ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছিলেন, কিংবা বাংলাদেশী ট্রলার ডোবার ঘটনায় তার সরকার পাশে দাঁড়িয়েছিল৷ তাঁদের উদ্ধার করে চিকিৎসা প্রদান করেছিল পশ্চিমবঙ্গ সরকার৷
West Bengal: West Bengal CM Mamata Banerjee supports the central government’s decision on Bangladesh. She urges PM Narendra Modi to discuss sending a peacekeeping force with the UN. Banerjee’s statement came during the winter session of the state assembly.