কলকাতা: মিলল না সুপ্রিম স্বস্তি৷ ফের সুপ্রিম কোর্টে পিছল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলার শুনানি৷ স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডি-র মামলায় জামিন চেয়ে শীর্ষ আদালতের দরজায় কড়া নেড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়৷ সোমবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুইঞাঁর ডিভিশন বেঞ্চে ছিল মামলার শুনানি৷ কিন্তু, এদিনই এই মামলার রিপোর্ট বেঞ্চে জমা পড়ে। বিচারপতিরা জানান, রিপোর্ট পড়ার জন্য তাঁদের কিছুটা সময় প্রয়োজন। তাই আজ এই মামলার শুনানি সম্ভব নয়। (Partha Chatterjee Bail Hearing at supreme court)
ভর্ৎসনার মুখে আইনজীবীরা Partha Chatterjee Bail
প্রথম দিন পার্থর জামিন সংক্রান্ত মামলার শুনানিতে আদালতের কড়া ধমক খেতে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে৷ কেন এতদিন প্রাক্তন শিক্ষমন্ত্রীকে আটকে রাখা হয়েছে, সেই যুক্তিও চায় শীর্ষ আদালত৷ তবে আজই ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা পড়ায়, দ্বিতীয় দিনেও শুনানি সম্ভব হল না৷ আদালতে তথ্য পেশ করতে দেরি হওয়ায় ভর্ৎসনার মুখে পড়তে হয় আইনজীবীদেরও৷
শনিতেই রিপোর্ট জমা Partha Chatterjee Bail
শনিবারই আদালতে এই সংক্রান্ত মামলার রিপোর্ট জমা দিয়েছিলেন ইডির আইনজীবী। অন্যদিকে, ইডির আনা দাবিগুলির বিরোধিতা করে পাল্টা রিপোর্ট দেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। উভয়পক্ষের রিপোর্ট পড়ে দেখার জন্য কিছুদিন সময় লাগবে বলেই সোমবার জানায় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ৷ চলতি সপ্তাহেই বুধবার অথবা বৃহস্পতিবার শুনানি হতে পারে বলে সূত্রের খবর৷
পার্থের আইনজীবীর যুক্তি
প্রাক্তন মন্ত্রীর আইনজীবী মুকুল রোহতগি তাঁর মক্কেলের জামিনের সপক্ষে বেশ কিছু যুক্তি দেখিয়েছেন৷ তাঁর দাবি, পার্থের বাড়ি থেকে কোনও নগদ উদ্ধার হয়নি৷ টাকার পাহার উদ্ধার হয় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে৷ সম্প্রতি তিনি জামিনে মুক্ত৷ এছাড়াও অর্থ তছরুপ প্রতিরোধ আইন বা পিএমএলএ মামলায় জেলবন্দি হিসাবে সর্বোচ্চ যে সাজা হয়, তার এক-তৃতীয়াংশ মেয়াদ ইতিমধ্যেই কাটিয়ে ফেলেছেন পার্থ।
West Bengal: Former West Bengal minister Partha Chatterjee’s bail hearing in the school recruitment scam case is delayed again in the Supreme Court. Justices Surya Kant and Ujjal Bhuyan need more time to review the report. The hearing will be rescheduled.