গিনি: ফুটবল ম্যাচ ঘিরে রণক্ষেত্র গিনি৷ স্টেডিয়াম থেকে বেরল মৃত্যু মিছিল৷ দুই দলের সমর্থকদের সংঘর্ষে বলি শতাধিক প্রাণ৷ রক্তাক্ত হল ময়দান৷ (guinea stadium clash)
স্টেডিয়ামে চলছিল ফুটবল ম্যাচ guinea stadium clash
রবিবার গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এন’জেরেকোড়ের একটি স্টেডিয়ামে চলছিল ফুটবল ম্যাচ৷ ওই ম্যাচে রেফারির একটি ভুল সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়৷ সেখান থেকেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে বলে জানা গিয়েছে৷ দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ শহরের হাসপাতালে সারি দিয়ে পড়ে রয়েছে লাশ৷
উপচে পড়েছে মর্গ guinea stadium clash
নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, ‘‘হাসপাতালের ভিতরে যতদূর চোখ যায়, সর্বত্রই শুধু মরদেহ৷ কিছু দেহ হলওয়ের মেঝেতে পড়ে রয়েছে। উপচে পড়েছে মর্গ৷’’ ওই চিকিৎসক আরও জানান, ‘‘এই মর্মান্তিক ঘটনায় প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে৷’’ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা হাসপাতাল কর্তৃপক্ষের৷
ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
এই ঘটনার একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷ সেগুলির সত্যতা এখনও যাচাই করতে পারেনি AFP৷ তবে ওই ভিডিওগুবিতে স্পষ্ট ধরা পড়েছে মাঠের বাইরে রাস্তার বিশৃঙ্খল পরিস্থিতি৷ এমনকি চারিদিকে মৃতদেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতেও দেখা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এই ঘটনার আঁচ গোটা শহরেরই ছড়িয়ে পড়ে৷ বিক্ষোভকারীরা এন’জেরেকোর পুলিশ স্টেশনেও ভাঙচুর চালায়৷ এমনকি থানায় আগুনও ধরিয়ে দেওয়া হয়৷
প্রেসিডেন্টের উদ্দেশে ছিল টুর্নামেন্ট
স্থানীয় সূত্রে খবর, গিনির সামরিক নেতা তথা প্রেসিডেন্ট মামাদি দোম্বুয়ার উদ্দেশ্যে রহিবার ওই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। সেই ম্যাচ দেখতে স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন শহরের ফুটবলপ্রেমীরা। কিন্তু, রেফারির এক সিদ্ধান্তে মোড় বদলে যায় ম্যাচের৷ সেই বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করেই গ্যালারিতে সংঘাতে জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকরা। খেলা চলার মাঝেই মাঠে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে৷ হাতাহাতি থেকে শুরু হয় খুনোখুনি৷
Sports News: Violence erupts at a football match in N’Zerekore, Guinea, leading to over 100 deaths. The clash began after a controversial referee decision. Hospitals are overwhelmed with bodies, and the city’s police station was vandalized and set on fire.