Wriddhiman Saha: সাহাকে কড়া ভাষায় মেসেজ সাংবাদিকের

ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। জাতীয় দল থেকে ফের বাদ পড়েছেন। আইপিএল নিলামের প্রথম দফায় ছিলেন অবিক্রিত। এবার তাঁকে কড়া ভাষায়…

Wriddhiman Saha

ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। জাতীয় দল থেকে ফের বাদ পড়েছেন। আইপিএল নিলামের প্রথম দফায় ছিলেন অবিক্রিত। এবার তাঁকে কড়া ভাষায় মেসেজ লিখলেন এক সাংবাদিক। অভিযোগ ঋদ্ধিমান সাহার।

মেসেজের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ঋদ্ধি। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটের জন্য এতোকিছু করার পরেও..তথাকথিত ‘সম্মানিত’ সাংবাদিকের কাছ থেকে এটা আমার প্রাপ্য ছিল! কোথায় গিয়েছে এখনকার জার্নালিজম।’ 

   

Wriddhiman Saha

শ্রীলঙ্কার সফরের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সাংবাদিক সম্মেলন করেছেন মুখ্য নির্বাচন চেতন শর্মা। সাহার পাশপাশি স্কোয়াড থেকে পড়েছেন অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পুজারা, ইশান্ত শর্মা। 

চেতন বলেছেন, ‘ঠিক কী কারণে বাদ দেওয়া হয়েছে সেটা আমি বলতে পারবো না। আমি শুধু এটুকু বলতে পারি ওকে ( ঋদ্ধিমান সাহা) রঞ্জি খেলার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ দেশের জার্সি পাওয়ার জন্য ওটাই একমাত্র পথ।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাহা দাবি করেছেন, নভেম্বরে নিউজিল্যান্ড সফরে রান পাওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে শুভেচ্ছা জানিয়েছিলেন তাঁকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি নিজে ঋদ্ধিকে আশ্বস্ত করেছিলেন কেরিয়ারের ব্যাপারে – আমি যতোদিন আছি, তুমি দলে থাকবে। 

ঋদ্ধির আক্ষেপ, এতো কিছুর পরেও তিনি ব্রাত্য রয়ে গেলেন।