৩০-তম কলকাতা চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী ছবি ‘গল্প হলেও সত্যি’, ফোকাস কান্ট্রি ফ্রান্স

আগামী ৪ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত কলকাতায় অনুষ্ঠিত হবে ৩০-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival)। এবারের উৎসবটি একেবারে অন্যরকম, যেখানে ২৯টি…

আগামী ৪ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত কলকাতায় অনুষ্ঠিত হবে ৩০-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival)। এবারের উৎসবটি একেবারে অন্যরকম, যেখানে ২৯টি দেশ থেকে মোট ১৭৫টি ছবি প্রদর্শিত হবে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ধনধান্য অডিটোরিয়ামে, যেখানে দেখানো হবে কিংবদন্তি পরিচালক তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’ (Goplo Holeo Satyi) ছবি। তপন সিনহার জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের উৎসবে তাঁর কাজকে বিশেষ শ্রদ্ধার সঙ্গে তুলে ধরা হবে।

শুক্রবার রবীন্দ্র সদনে সাংবাদিক বৈঠকে মন্ত্রী অরূপ বিশ্বাস উৎসবের বিভিন্ন দিক ঘোষণা করেন। তিনি জানান, এবারের উৎসবে (KIFF) মোট ১২৭টি ফিচার ফিল্ম এবং ৪৮টি শর্ট ফিল্ম প্রদর্শিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৫টায়, । সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় থিম সং গেয়েছেন জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী। তিনি জানান, উৎসবে ভারতের পাশাপাশি আন্তর্জাতিক চলচ্চিত্র শিল্পী ও নির্মাতারা অংশগ্রহণ করবেন। 

   
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kolkata Int. Film Festival (@kiff__official)

এছাড়া, মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতা চলচ্চিত্র উৎসব ক্রমাগত উন্নতির পথে এগিয়ে যাচ্ছে।” রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী আরও জানান, এই উৎসবের মাধ্যমে বিশেষভাবে প্রান্তিক সিনেমাকে তুলে ধরার সুযোগ পাওয়া যাবে, যা প্রতিবারের মতো এবারের উৎসবে আবারও সম্ভব হবে। মন্ত্রী বীরবাহা হাঁসদা প্রান্তিক শিল্পীদের জন্য এই ধরনের উৎসব আয়োজনের জন্য কিফ (KIFF) কর্তৃপক্ষ এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। 

এছাড়া, উৎসবের (KIFF) ৩০ বছর পূর্তি উপলক্ষে চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ নস্টালজিক হয়ে পড়েন। তিনি বলেন, “এই উৎসব ভারতীয় সিনেমার জন্য একটি বড় মঞ্চ তৈরি করেছে এবং এটি আন্তর্জাতিক চলচ্চিত্র মহলে কলকাতার অবস্থানকে আরও শক্তিশালী করেছে।” এবারের চলচ্চিত্র উৎসবে নন্দন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ ছাড়াও অন্যান্য বিভিন্ন স্থান যেমন নজরুল তীর্থ, নবীনা, নিউ এম্পেয়ার, রাধা স্টুডিও, অজন্তা সিনেমা, মেনকা সিনেমা, স্টার থিয়েটার, সাউথ সিটি, কোয়েস্ট মল, মেট্রো সিনেমা, মণি স্কয়্যার পিভিআর, গ্লোব সিনেমা প্রভৃতি জায়গায় ছবির প্রদর্শনী হবে।

কলকাতা চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film Festival) এবারে মনোনীত হয়েছে ৪২টি ফিচার ফিল্ম, ৩০টি শর্ট ফিল্ম এবং তথ্যচিত্র। এছাড়া, তালিকায় রয়েছে ১০৩টি ছবি, যেগুলি কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে না। এবারের ফোকাস কান্ট্রি হিসেবে থাকবে ‘ফ্রান্স’। ফরাসি সিনেমার কিংবদন্তি পরিচালকদের কিছু কাজ এবারের উৎসবে প্রদর্শিত হবে। এছাড়া, শতবর্ষ শ্রদ্ধার্ঘ হিসেবে তপন সিনহা, মার্লন ব্র্যান্ডো, মার্সেলো মাস্ত্রোইয়ানি, হরিসাধন দাশগুপ্ত, অরুন্ধতী দেবী, আক্কেনেনি নাগেশ্বর রাও, মহম্মদ রফি, তলত মহমুদ, মদন মোহন প্রমুখ কিংবদন্তি শিল্পীদের সম্মান জানানো হবে।

বিশেষ ট্রিবিউট দেওয়া হবে কুমার সাহানি, অ্যালিন ডেলন, অনুপ কুমার মুখোপাধ্যায়, গৌতম হালদার, উৎপলেন্দু চক্রবর্তী, মনোজ মিত্রের মতো কিংবদন্তি শিল্পীদের। উৎসবের সমাপনী অনুষ্ঠান রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হবে, যেখানে এক বিশেষ সাংস্কৃতিক আয়োজন থাকবে।